রিমান্ডে অভিনেতা তাপস, সিবিআইকে গুরুত্বপূর্ণ তথ্য

0
874

দুর্নীতির অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা এবং সংসদ সদস্য তাপস পাল রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) । রিমান্ডে তিনি দুর্নীতির সঙ্গে জড়িত কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম বলেছেন। খবর আনন্দবাজারের।
‘রোজ ভ্যালি’ কেলেংকারিতে শুক্রবার কলকাতায় গ্রেফতার হন তাপস পাল। পরে রাতেই বিমানে করে এ সাংসদ-অভিনেতাকে ভুবনেশ্বরে সিবিআই’র কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সিবিআই কার্যালয়ে জেরার মুখে তাপস পাল বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন তদন্তকারীরা।

এমনকি বেশ কিছু প্রভাবশালীর নামও করেছেন, যারা রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর ঘনিষ্ঠ এবং তাদের জেরা করলে নতুন তথ্য মিলবে। কারণ তারা রোজ ভ্যালির কাছ থেকে নিয়মিত আর্থিক সুবিধা নিয়েছেন।
শুক্রবার কলকাতায় গ্রেফতারের পর রাতের বিমানে করেই সাংসদ-অভিনেতা তাপস পালকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। রাত দুটো নাগাদ ভুবনেশ্বরের নয়াপল্লিতে সিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে। তাপসের স্ত্রী নন্দিনীও এসময় তার সঙ্গে ছিলেন।
শনিবার বেলা দেড়টা নাগাদ তাপসকে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে যান তদন্তকারীরা। তখনও পাশে ছিলেন নন্দিনী।
পাঁচ দিনের জন্য তাপসকে নিজেদের হেফাজতে চেয়েছিল সিবিআই। তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক প্রশান্ত মিশ্র।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × four =