মেলান্দহের মাদক ব্যবসায়ী পালিয়ে গিয়ে সহকর্মী ইসলামপুর থানা পুলিশের হাতে গ্রেফতার

0
998

জয়নাল আবেদীন‍ঃ জামালপুর জেলা মেলান্দহের কালো মুখোশধারী মাদক ব্যবসায়ী পালিয়ে গিয়ে সাথে থাকা সহকর্মী ইসলামপুর থানা পুলিশের হাতে হিরুইনসহ গ্রেফতার হয়। জানা যায়- মেলান্দহ উপজেলার ১১নং শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের আবু তাহেরের মটর সাইকেল যোগে গত ৫ জানুযারী ২০১৭ বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ হতে হিরুইনসহ যাত্রা পথে ইসলামপুর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে পুলিশের তল্লাশী কার্যক্রম চলাকালীন সময় মোটর সাইকেলের পিছন হতে মূলত মাদক ব্যবসায়ী লাফ দিয়ে নেমে দৌড়িয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ মোটর সাইকেল চালকের দেহ তল্লাশী করে হিরুইনসহ উক্ত ব্যক্তিকে গ্রেফতার করে মোটর সাইকেল ও পালিয়ে যাওয়া তাহেরের একটি মোবাইল ফোন সহকারে থানায় নিয়ে যায়। বিষয়টি নিয়ে ওসি ইসলামপুরের সাথে সাংবাদিকের কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি স্বীকার করেন। এ ব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সহকর্মী আশরাফসহ তিন জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। উক্ত মামলায় ১। আশরাফ ২। আবু তাহের ৩। লুৎফর, সর্ব সাং- ১১নং শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা। যাহা মামলা নং- ০৩, তারিখ : ০৫/০১/২০১৭ইং। এখানে লোকজনের প্রশ্ন জেগে উঠেছে মূল মাদক ব্যবসায়ী পুলিশের গ্রেফতার হতে পালিয়ে রক্ষা পেয়ে যায়। সাথে থাকা সহকর্মী আশরাফ গ্রেফতারে স্বীকার হয়। তবে পালিয়ে যাওয়া আবু তাহের গ্রেফতারী ধরাছোয়ার বাহিরে থেকেই যাবে ? নাকি তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হবে ? তা নিয়ে লোক সমাজে চলছে জল্পনা-কল্পনা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − 4 =