জা.বি সাংবাদিক সমিতি কতৃক মিঠুন সরকারকে অবাঞ্চিত ঘোষনা কতিপয় সাংবাদিকদের অসাধু কর্মকান্ডে প্রশ্নবিদ্ধ গোটা সাংবাদিক সমাজ

0
1339

ষ্টাফ রিপোর্টার : প্রজাতন্ত্রের দেশে জবাবদিহিতা বাধ্যতামূলক। আর সেইসূত্রে গনতান্ত্রিক কোন দেশের সাথে গনমাধ্যমের সম্পর্ক আষ্ঠেপৃষ্ঠে জড়ানো। রাষ্ট্রের চতূর্থ স্তম্ভ হিসাবে দেশ ও জাতির প্রতি গনমাধ্যমের যে ভূমিকা তা পালনে সততা ও বাস্তনিষ্ঠতার প্রশ্নে একজন সাংবাদিককে সর্বদা সচেতন থাকতে হয়। সাংবাদিকের কলম সকল প্রকার অন্যায়ের বিরূদ্ধে লড়বে, জুলুম-নির্যাতন প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে এমনটি সকলেরই প্রত্যাশা। কিন্তু সেই কলম যদি ব্যাক্তিগত আক্রোশ মেটাতে, উদ্দেশ্যমূলকভাবে কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান বা কোন সম্প্রদায়কে হেয় করার উদ্দেশ্যে পরিচালিত হয় তখন সাংবাদিক নামক কতিপয় অসাধু ব্যাক্তির জন্য প্রশ্নবিদ্ধ হয় গোটা সাংবাদিক সমাজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাংবাদিকদের উদ্দেশ্যে একটি উক্তি উল্লেখ না করলেই নয়, তিনি বলেছিলেন, ” আপনারা শিক্ষিত আপনারা লেখক, আপনারাই বলুন কোনটি ভালো কোনটি মন্দ।” সাংবাদিক ও সাংবাদিক সমাজের প্রতি একজন রাষ্ট্রপ্রধানের কতটুকু আস্থা থাকলে তিনি রাষ্ট্র নিয়ে ভাবনার এতবড় একটি গুরুদায়িত্ব কারও উপর অর্পন করতে পারেন তা বোধহয় আর ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না। আর রাষ্ট্র তথা কোন রাষ্ট্রের জনগন কতৃক সাংবাদিকদের এই অর্জন সুরক্ষিত রাখার দায়িত্বও একজন সাংবাদিকের। ”৭১ টেলিভিশন” দেশের ইলেক্ট্রিক মিডিয়ার জগতে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তাদের ন্যায়নিষ্ঠা ও বাস্তনিষ্ঠতার মাধ্যমে টিভি সেটের দর্শকদের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি আজ ইলেক্ট্রিক মিডিয়ার জগতে প্রথম সারিতে স্থান করে নিয়েছে। কিন্তু অত্যন্ত দূঃখজনক হলো ৭১ টেলিভিশনের মতো প্রতিষ্ঠানের একজন সাংবাদিকের কর্মকান্ডে সাধারন মানুষ আজ হতবাক ! ৭১ টেলিভিশনের সাভার প্রতিনিধি ও সাভার প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিঠুন সরকারের কর্মকান্ডে সাংবাদিক সমাজ আজ প্রশ্নবিদ্ধ। মিঠুন সরকার কতৃক সাজেদা আক্তার মুক্তা নামের একজন নারী সাংবাদিক নির্যাতন ও লাঞ্চিত হওয়ার ঘটনা, বিতর্কিত কর্মকান্ডের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কতৃক তাকে অবাঞ্চিত ঘোষনা, শ্রী অভিজিৎ রায় অজয় নামে এক সাংস্কৃতিমনা ব্যক্তিকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও তার নিকট ১ লক্ষ চাঁদা দাবীর ঘটনা আবার এই ঘটনায় ভুক্তভোগী কর্তৃক আদালতে মামলা হওয়ার দরূন আক্রোশে আদালতে পাল্টা মামলা দায়ের এমনকি পুলিশ বিভাগের সুনাম ক্ষুন্ন করতে সাভার মডেল থানার একজন সৎ, নিষ্ঠাবান, ব্যাক্তিত্ব সম্পন্ন পুলিশ কর্মকর্তা মোঃ কবির হোসেনকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারণার মাধ্যমে তাকে হেয় করার প্রয়াস সহ বিভিন্ন ঘটনার কারনে সুস্থ্য ও বিবেকবান সমাজের কাছে বারংবার সমালোচনার পাত্র হচ্ছেন। সেই সাথে প্রশ্নবিদ্ধ করছেন সাংবাদিক, সাংবাদিক সমাজ, গনমাধ্যম ও ইলেক্ট্রিক মিডিয়ার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান ৭১ টেলিভিশনকে। প্রশ্নবিদ্ধ করছেন সাভার প্রেসক্লাবের মতো একটি সাংবাদিক সংগঠনকে। সাংবাদিক পরিচয়ে মিঠুন সরকারের কর্মকান্ড ও তার মতো ব্যাক্তিত্বের নেতৃত্যে সাংবাদিক সমাজ কতটুকু অগ্রসর হতে পারবে তা ভবিষ্যতই বলে দেবে। একজন ব্যক্তির অপকর্মের দায় যেমন গোটা সমাজ নেবে না, তেমনি ব্যাক্তিকেন্দ্রিক অপরাধের দায়ভার কখনো দেশ ও জাতির স্বার্থে দারূন ভূমিকায় থাকা ৭১ টেলিভিশনের মতো স্বনামধন্য মিডিয়া প্রতিষ্ঠানও বহন করবে না বলে জনগন মনে করে। ক্ষনিকের জন্য কোন ব্যাক্তির সংশ্লিষ্টতা থাকায় ৭১ টেলিভিশন প্রশ্নবিদ্ধ হলেও সাধারন মানুষের কাছে তাদের আস্থা, সুনাম ও সততা অক্ষুন্য রাখতে অতিশীঘ্রই প্রতিষ্ঠানটি যথাযথ ব্যাবস্থা গ্রহনের মাধ্যমে বিতর্কিত ঘটনার অবসান ঘটাবে, সর্বস্তরের মানুষের এমনটিই প্রত্যাশা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen + five =