উজিরপুরে পূর্ব শত্র“তার জের ধরে মহিলা ইউপি সদস্যের পানের বরজে সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন

0
597

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার মাদারসি গ্রামে ইউপি সদস্যার  লীজকৃত পানের বরজে ভুমিদস্যু সন্ত্রাসীরা লবন প্রয়োগ করে ২ শত খানা বরজ নষ্ট করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের । অভিযোগ ও ভূক্তভোগী সুত্রে জানা যায়, রশিদ মোল¬ার সাথে শিকারপুর গ্রামের সেলিম হাং এর জমি -জমা নিয়ে বিরোধ চলে আসছিল। মাদারসি গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ইউপি সদস্য রেনু বেগম সেলিম হাওলাদারের নিকট থেকে ৩০ শতাংশ জমি লীজ নিয়ে ৭ বছর ধরে পানের বরজ করে ভোগ দখল করে আসছে। ঐ জমি নিয়ে রেনু বেগমের কোন বিরোধ নেই। পূর্ব শত্র“তা আদায়ের লক্ষে  ৮ মার্চ গভীর রাতে রশিদ মোল¬া সহ ছেলে হাফিজুর রহমান মোল¬া, রফিকুল ইসলাম, আজিজুল হক,মিলে ইউপি সদস্যার পানের বরজে লবন প্রয়োগ করে ক্ষতিসাধন করে। এ ব্যাপারে ইউপি সদস্যা রেনু বেগম বাদী হয়ে উলে¬খ্য ৪ জনকে আসামী করে ৯ মাচ বৃহঃপতিবার   উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে রেনু বেগম জানান ৪ মার্চ রাতে উপজেলার সোনার বাংলা বাজারে প্রকাশ্যে পানের বরজ ২ দিনের মধ্যে সরিয়ে ফেলার হুমকী দেয়।  মডেল থানার অফিসার ইনচার্য গোলাম সরোয়ার জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

six + seventeen =