উজিরপুরে সরকারি জমি দখলকরে অবৈধভাবে ভূমিদস্যুরা বহুতলা ভবন নির্মান পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদের নির্দেশ।

0
1690

উজিরপুর প্রতিনিধিঃ  ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় এবং পানি উন্নয়ন বোর্ডে অভিযোগ দায়ের করায়, প্রশাসনের হস্তক্ষেপে অবৈধদখল হওয়া বহুতলা ভবন নির্মান কাজ পন্ড । স্থানীয় সূত্রে জানাযায় উজিরপুর উপজেলার বরিশাল-সাতলা সড়কের ওটরায় ৮ নং ওয়ার্ডে ওয়াপদা রাস্তার পাশে অবৈধভাবে ভূমিদস্যু সন্ত্রাসীরা সরকারী খাল ও রাস্তা দখল করে একের পর এক বহুতলা ভবন নির্মান করেন। এর পর বিভিন্ন পত্রিকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে। এব্যাপারে বরিশাল -২ আসনের সংসদ সদস্য এ্যাড: তালুকদার মোঃ ইউনুস কৃষি উন্নয়নে স্বয়ং সম্পূর্ন রাখতে এবং অবৈধদখল উচ্ছেদ করতে সুপারিশ করায় এলাকার জনগন তাকে তার মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩০ মার্চ ভুমিদস্যু আঃ ছত্তার বেপারী, গনেশ শিকারী সহ সকল অবৈধদখলদারদের ইমারত ভেঙে দেওয়ার নোটিশ প্রদান করে। নোটিশ পেয়ে বেপরোয়া হয়ে ভূমিদস্যুরা এলাকার প্রভাবশালীদের টাকার বিনিময়ে ম্যানেজ করে পুনঃরায় অবৈধভাবে সরকারী জমি দখলকরে একতলা ভবনের উপরে টিন ও কাঠ দিয়ে ভবন নির্মান শুরু করলে তাও প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে ভূমিদস্যু সন্ত্রাসীরা বিভিন্ন মহলকে ম্যানেজ করতে  দৌড়ঝাপ শুরু করছে। উলে¬খ্য ওয়াপদা বাজারের পাশে ওটরা মশাং খাল দিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা মালামাল বাজারে নেয়ার একমাত্র যোগাযোগের পথটি বন্ধ হওয়ার উপক্রম। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ওই খাল ও রাস্তাটি বন্ধ হলে এলাকার হাজারো কৃষক পানি সেচ ইরি চাষ থেকে বঞ্চিত হবে । এমনকী ইতিমধ্যে খালটি খনন করার জন্য কৃষি সম্প্রসারন অধিদপ্তর প্রকল্প প্রদান করেছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকার একাধীক ব্যক্তি জানান ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যানের আস্থাভাজন ব্যক্তি জাহাঙ্গীর হোসেন বেপারী টাকার বিনিময়ে অবৈধভাবে বহুতলা ভবন নির্মানের সহযোগীতা করেন বলে জানা যায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + 17 =