টাঙ্গুয়ার হাওরে ঝড়ের কবলে আড়াই বছরের শিশু স ৪ জন নিখোঁজ

0
1382

সুনামগঞ্জ  সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তিন ব্যবসায়ী ও আড়াই বছরের শিশু সন্তান সহ  ৪ জন নিখোঁজ রয়েছেন।  ছোট ট্রলার করে টাঙ্গুয়ার হাওর পাড়ি দিয়ে হাওর তীরের একটি মেলায় মিষ্টির দোকান নিয়ে যাবার পথে সোমবার রাতের কোন এক সময়  এ নৌ- ডুবির ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন নিখোজদের স্বজনারা।’
জানা গেছে,  তাহিরপুরের  টাঙ্গুয়ার হাওরের দক্ষিণ-পুর্ব তীরের শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের রামসিংহপুর শিবাড়ির ¯œানযাত্রা ও মেলায় মিষ্টির দোকান নিয়ে যাবার পথে হাওরের মাঝখানে নৌকা ডুবির ঘটনায় উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের নুর ইসলামের ছেলে জাকির হোসেন (২৫), বীরেন্দ্রনগর গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে ফজল মিয়া (৪৫) তার আড়াই বছরের শিশু সন্তান জুবায়ের ও পাশর্^বর্তী রতনপুর গ্রামের মৃত মরম আলীর ছেলে হযরত আলী (২৭) এ তিন ব্যবসাীয়ী নিখোঁজ হন।
নৌ-ডুবির ঘটনায় বেঁচে যাওয়া নিখোঁজ ফজলের স্ত্রী আনোয়রা বেগম ৩৮) মঙ্গলবার  মুঠোফোনে বলেন, শিববাড়ির মেলায় মিষ্টির দোকান নিয়ে যেতে বীরেন্দ্র নগরের ইন্দ্রপুর গ্রাম থেকে  সোমবার সন্ধায় বারকি জাতীয় ট্রলারে করে আমি আমার স্বামী, আমার আড়াই বছরের শিশু সন্তান জুবায়ের হোসেন , নৌকার মাঝি, সুকানী ও অন্যরা সহ  মোট ৮জন  রওয়ানা করি। নৌকাটি টাঙ্গুয়ার হাওরের মধ্যবর্তী জলসীমানায় পেছলে রাত অনুমান ৯টা সাড়ে ৯টার দিকে আকস্বিক ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টো গিয়ে ডুবে যায়। এরপর আমি ও নৌকার মাঝি সুকানী ৪ জন সাতরিয়ে তীরে উঠলে নৌকা সহ নিখোঁন হন আমার স্বামী ফজল মিয়া, আমার শিশু সন্তান জুবায়ের, ও নৌকায় থাকা অপর দু’ব্যবসায়ী হযরত আলী ও জাকির হোসেন।
পুলিশ সুপার মো. হারুন অর রশীদ মঙ্গলবার  বলেন, খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে তাৎক্ষণিক থানা পুলিশ ও ডুবুরি দল টাঙ্গুয়ার হাওরে পাঠানো হয়েছে , সেখানে স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁদের সন্ধানে মঙ্গলবার সকাল থেকেই অত্যন্ত গুরুত্ব সহকারে  চেষ্টা চাালানো হচ্ছে

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × five =