দুর্নীতিরোধে গণমাধ্যমকে সত্য উদঘাটনে ভূমিকা রাখতে হবেঃ ……রেলপথমন্ত্রী

0
872

সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে গণমাধ্যমকে সত্য উদঘাটন করে প্রকাশ ও প্রচার করতে হবে বলেছেন রেলপথমন্ত্রী মুজিবুল

হক । রাজধানীর তোপখানা রোডস্থ বিএম মিলনায়তনে সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পত্রিকাটির স¤পাদক এসএম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত দুর্নীতি মুক্ত দেশ-আমাদের স্বপ্ন শীর্ষক সেমিনারে অন্যদের মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আবদুল মোমেন ও সাংবাদিক গিয়াস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। রেলপথমন্ত্রী মুজিবুল হক সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের গণমাধ্যম একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যে ভূমিকা পালন করছে তা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ বলেন, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিক ও গণমাধ্যমকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে বলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × two =