উজিরপুরে এইচ.এস.সি ইংরেজী ১ম পত্রে পরীক্ষার্থীরা আধা ঘন্টা অতিরিক্ত পরীক্ষা দেওয়ার অভিযোগ।

0
1479

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে চলতি এইচ.এস.সি পরীক্ষায় ধামুরা কেন্দ্রে ব্যাপক অনিয়ম, দায়িত্বে অবহেলা ও নকলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ইংরেজি ১ম পত্রে ধামুরা কেন্দ্রের ভেনু কেন্দ্র ধামুরা ডিগ্রী কলেজে নিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্র অনিয়মিত শিক্ষার্থীদের হাতে দেওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই কেন্দ্রে বোর্ডের ভিজিলেজ টিম উপস্থিত হওয়ায় তাদের নির্দেশক্রমে শিক্ষার্থীদের প্রশ্নপত্র সংশোধন করে ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকরা বিভ্রতকর অবস্থার মধ্য দিয়ে সময় পাড় করেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক শিক্ষক জানিয়েছেন পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারনে এ সমস্যার সৃষ্টি হয়েছে।  আর ভূক্তভোগী হয়েছে সাধারণ পরীক্ষার্থীরা। একাধিক সূত্রে জানাযায় ওই কেন্দ্রে বিশৃঙ্খলা ও নকলের ছড়াছড়ি চলছে। ধামুরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম জানান কেন্দ্রের আহবায়ক ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন ও দিপক বাবু তাদের ডিমাননোটের মাধ্যমেই প্রশ্নপত্র বিতরণ করা হয়। তবে কয়েকজন অনিয়মিত পরীক্ষার্থীকে নিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র দেওয়া হয়েছে। একারণে ৫ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমবায় অফিসার হেমায়েত উদ্দিন জানান ২০১৭ সালের প্রশ্নপত্র ২০১৬ সালের পরীক্ষার্থীদের দেওয়া হয়েছিল। একারণে ওই কয়জন পরীক্ষার্থীকে বোর্ডের ভিজিলেজ টিমের নির্দেশে ২০/২৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা জানান আমার কাছে এধরনের কোন অভিযোগ আসেনি। পড়ে অভিযোগ দিলে কোন কার্যকরী হবেনা। বরিশাল বোর্ডের কন্ট্রলার প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম জানান সামান্য কোন ঘটনায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হতে পারেনা। পরীক্ষা সংক্রান্ত জেনারেল সমস্যা হলে নির্বাহী কর্মকর্তা কেন্দ্রের সাথে সমন্বয় করে সমাধান দিতে পারে, তবে প্রশ্নপত্র ফাস সহ বড়ধরনের সমস্যা হলে তা ক্ষমার যোগ্য নয়। তা  কঠোর হস্থে দমন করা হবে। এছাড়া উজিরপুর আলহাজ্ব বি.এন.খান ডিগ্রী কলেজ কেন্দ্রের ডাবেরকুল ভেনু কেন্দ্রে উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াই চলছে পরীক্ষা। শিকারপুর কেন্দ্রে ননএমপিও ভুক্তি শিক্ষক দ্বারা চলছে পরীক্ষার দায়িত্ব। উজিরপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে নকলের অভিযোগ রয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

six + three =