উজিরপুর শতবছর পরে শিকারপুর ব্যবসায়ী কমিটির নির্বাচন।

0
1417

উজিরপুর প্রতিনিধিঃ  উজিরপুরের শত বছরের ঐতিহ্যবাহী শিকারপুর বন্দর ব্যবসায়ী কমিটির এই প্রথম নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং প্রচার প্রচারণায় মুখরিত হয়েছে পুরোএলাকা। ইতিমধ্যে পোষ্টার, ব্যার্নার, ফেস্টুনে ছেয়ে গেছে বন্দরের অলিগলি। ১৫টি পদ নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১৪টি পদে ৩৩ টি আবেদনপত্র জমা পরেছিল। ২টি আবেদন প্রত্যাহার হওয়ায় ৩১জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদন্ধীতা করছেন। সভাপতি পদে ডাঃ গফুর উদ্দিন মঞ্জু আনারস প্রতীক নিয়ে এবং হেমায়েত উদ্দিন মুন্সী-চেয়ার প্রতীক নিয়ে প্রতিদন্ধীতা করছেন। সহ-সভাপতি পদে ছালাম বিশ্বাস- দোয়াত কলম, জাকির হোসেন রাড়ী- মোরগ, ফারুক হাওলাদার- কলস, বাবুল হোসেন- কাপপ্রিজ প্রতীক। সাধারণ সম্পাদক পদে ইউসুফ হাওলাদার- ছাতা, ফরিদ সিকদার- আম, সফিকুল আলম করিম খান- দেয়ালঘড়ি, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম- টেবিল, মিজান সেপাই- টিউবয়েল, মনিরুজ্জামান খলিফা- ফ্যান, রুবেল খান- মটরসাইকেল, সাংগঠিক সম্পাদক পদে জয়নাল বয়াতী- হরিণ, রুহুল কুদ্দস খান- হাতি, সাকিল মাহামুদ বাচ্চু- গোলাপফুল, সোয়েব খান শিমুল- বাইসাইকেল। কোষাধ্যক্ষ পদে নাসির মৃধা- কলম, প্রদিব কুমার সাহা বাপ্পি- মোবাইল প্রতিক নিয়ে প্রতিদন্ধীতা করছেন। প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা হেমায়েত উদ্দিন জানান, ১১ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ শত ৩৯ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৩ টা পর্যন্ত জয়শ্রী মুন্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৫ টি বুথে ভোটগ্রহন চলবে। সভাপতি প্রার্থী হেমায়েত উদ্দিন মুন্সি জানান নিজেদের উদ্যোগে অনেক চেষ্টা করে নির্বাচনের আয়োজন করেছি। বাজারের সকল উন্নয়ন হবে আমাদের মূল কাজ। গফুর উদ্দিন মঞ্জু জানান আমার প্রথম লক্ষ হচ্ছে বাজারে পাবলিক টয়লেট এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা, পানি নিস্কাসনের জন্য ডেন্রেজ ব্যবস্থা করা হবে।  সম্পাদক প্রার্থী সফিকুল আলম করিম খান বলেন অবহেলিত ব্যাবসায়ী ও বাজার উন্নয়নের জন্য কাজ করে যাব। ইউসুফ হাওলাদার বলেন উজিরপুর ব্যাবসায়ীদের একমাত্র প্রানকেন্দ্র শিকারপুর । তাদের স্বার্থে পাবলিক টয়লেট, টিউবয়েলের ব্যবস্থা করা হবে। নিরিহ ব্যাবসায়ীদের হয়রানী প্রতিরোধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve + twelve =