বেগমগঞ্জে মুক্তিযোদ্ধার নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অভিযোগ

0
1092

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নেরে সুলতানপুর গ্রামে মুক্তিযোদ্ধা সফিকুর রহমানের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে নাম পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে। নামটি পূনর্বহানের দাবী জানিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন মুক্তিযোদ্ধা পুত্র হাফিজুর রহমান।
জানা গেছে, ওই গ্রামের মৃত আমিন উল্যাহ পুত্র নোয়াখালী জেলা এফ.এফ বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা সফিকুর রহমান এলাকায় শিক্ষা প্রসারের লক্ষে ১৯৭৩ সালে ১.২০ একর সম্পত্তি দান করেন। সেখানে তিনি নিজ উদ্যেগে ও এলকার মানুষের সহযোগীতায় সুলতানপুর সফিকুর রহমান জুনিয়র উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে একটি মহল জাল-জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা সফিকুর রহমানের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল নাম করণ করেন। এ নিয়ে দীর্ঘদিন এলাকায় বিরোধ চলে আসছে।
কি ভাবে মুক্তিযোদ্ধা সফিকুর রহমানের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির পরিবর্তন হয়ে সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল হলো তা জানতে চাইলে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জান্নাতুন ফেরদাউস কোন সদুত্তোর দিতে পারেনি।
মুক্তিযোদ্ধা সফিকুর রহমানের পুত্র হাফিজুর রহমান জানান, কিসের ভিত্তিতে জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হলো তার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আমরা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × five =