উজিরপুরে শিকারপুর ইউপি নির্বাচন বিএনপি দূর্গ ধরে রাখার চেষ্টা, আওয়ামীলীগের চ্যালেঞ্জ।

0
724

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরের শিকারপুর ইউনিয়ন পরিষদের ১৪ বছর পর নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিএনপির দূর্গ হিসেবে পরিচিত এই ইউনিয়নটি আওয়ামীলীগও চায় দলীয় ক্ষমতা এবং সরকারের উন্নয়নকে কাজে লাগিয়ে বিজয় ছিনিয়ে আনতে। ইতিমধ্যে আওয়ামীলীগ থেকে অর্ধ ডজন বিএনপি থেকে ৩ জন সহ ১১ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নাম শোনা যাচ্ছে। তারা তাদের দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় ও জেলা নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে। আওয়ামীলীগ থেকে উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক যুগ্ন সম্পাদক (এপিপি) এ্যাডঃ  সালাহ্ উদ্দীন (সিপু), শিকারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আ’লীগের দুঃসময়ের সৈনিক আঃ রহিম মাস্টার, সাধারণ সম্পাদক বিশিষ্ট্য ব্যবসায়ী নজরুল ইসলাম মাঝি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ইচলাদী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক, বি.এন.খান ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি ছরোয়ার হোসেন। বর্তমান ভারপ্রাপ্ত সফল চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলা বিনির্মানে বিভাগীয় পদকপ্রাপ্ত তিন তিন বার বর্ষসেরা বিভাগীয় উদ্যোক্তা পুরস্কার, উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান ও পদকপ্রাপ্ত মোঃ আবুল কালাম সরদার। তরুন ছাত্র নেতা শিকারপুর শেরে বাংলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, কলেজ সরকারীকরণ আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক শাকিল মাহমুদ আউয়াল। আ’লীগ নেতা রিয়াজুল ইসলাম(রিয়াজ), বিএনপি থেকে ইউনিয়ন যুবদল সভাপতি রাজপথের লড়াকু সৈনিক বিশিষ্ট্য সমাজসেবক মীর কামরুজ্জামান পিকিং। উপজেলা বিএনপি সহ-সভাপতি সরদার সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তরুন ছাত্রনেতা মোঃ ইদ্রিস হাওলাদার। ইসলামী আন্দোলন বাংলাদেশ(চরমোনাই) থেকে আব্দুল গফফার হাওলাদার। সম্ভাব্য প্রার্থীরা দলীও মনোনয়ন পেতে লবিং ও তদবীর শুরু করেছেন। আওয়ামীলীগের দক্ষিণ অঞ্চলের অভিভাবক জেলা আ’লীগের সভাপতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, বরিশাল এলজিইডি ভবনে  গভীর রাত পর্যন্ত দলীয় মনোনয়ন নিয়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। অপরদিকে  উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান মাস্টার জানান, কেন্দ্রীয় বিএনপি নেতা এস.সরফুরউদ্দিন আহম্মেদ সান্টুর সাথে যোগাযোগ করে মনোনয়ন ব্যাপারে চূড়ান্ত  সিদ্ধান্ত নেওয়া হবে। এই ইউনিয়নে ১১ হাজার ৫ শত ৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একাধিক নিরপেক্ষ ভোটাররা জানান এই ইউনিয়ে শতকরা ৫৫ ভাগ ভোট বিএনপি পক্ষে যেত, তবে বর্তমান সরকারের উন্নয়ন ও রাজনৈতিক দূরদর্শিতার কারণে আগের তুলনায় আ’লীগের অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তবে আ’লীগ শক্ত প্রার্থী দিতে ব্যর্থ হলে বিজয় বিএনপির পক্ষে যেতে পারে। সব মিলিয়ে বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five + 19 =