পণ্য মজুদ : বানিজ্যমন্ত্রীর ঘোষনা বাস্তবায়িত হোক

0
1154

মো. এনামুল হক লিটন
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে পণ্য মজুদ নিয়ে বানিজ্যমন্ত্রী কর্তৃক কৃত্রিম সংকট সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমনের ঘোষনাটি নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। কিন্তু দূঃখজনক সত্য যে, কঠোর অবস্তান ঘোষনার পরও অসাধু ব্যবসায়িদের বাজার অস্থির করার অপচেষ্টা অতীতে আমরা অনেক দেখেছি। যতদিন পর্যন্ত বাজার মনিটরিংয়ের জন্য সরকারি নীতিনির্ধারক মহলের নজরদারি কাঠামো কার্যকর রুপ না পাচ্ছে এবং নির্দেশ অমান্য করার ঘটনা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার নজির স্থাপিত না হচ্ছে, ঠিক  ততদিন পর্যন্ত কৃত্রিম সংকট সৃষ্টিকারিরা বহাল তবিয়তেই থাকবে এবং এখনো আছে। এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ওই অসাধু ব্যবসায়ি সিন্ডিকেট ইতোমধ্যে তৎপর হয়ে ওঠেছে। ফলে দিনদিন বেড়েই চলেছে চাল-ডাল, ছোলা, মাছ-মাংস, সবজি-মশলাসহ নিত্যপণ্যের মূল্য। চক্রটি প্রতিবছর রমজানে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ নাগরিকদের জীবন-জীবিকা দূর্বিসহ করে তুলার কাজটি চালিয়ে যাচ্ছে বিনা বাধায়। আর এর স্বীকার হচ্ছে, নিন্ম আয়ের সাধারণ মানুষসহ খেঁটে খাওয়া গরীব-অসহায় মানুষগুলোর পরিবার। পবিত্র রমজান মাসে অনেক দেশে রোজাদারদের জন্য ব্যবসায়িরা কম লাভ করে বিশেষ সুযোগ প্রদান করে থাকলেও আমাদের দেশের অবস্থা এর উল্টোটি। আর এ কারণে, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি আরো বেড়ে যায়। এ অবস্থায় মাননীয় বানিজ্যমন্ত্রী  রমজানে চাহিদা বাড়ে এমন সব পণ্যের পর্যাপ্ত মজুদ আছে উলে¬খ করে কৃত্রিম সংকট সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে ঘোষনা দিয়েছেন। আমরা বানিজ্যমন্ত্রীর এ ঘোষনাকে সাধুবাদ জানাই। সেইসাথে ঘোষনার বাস্তবায়নে যুগান্তকারি পদক্ষেপ গ্রহণ করবেন এমন প্রত্যাশাও রাখি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − 7 =