সরকারি নির্দেশ উপেক্ষিত উজিরপুরে তিন ইউপি সচিব বদলীর ৮মাস পরেও কর্মস্থনে যোগদান করেননি

0
1024

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে সরকারি নির্দেশ অমান্য করে তিনজন ইউনিয়ন পরিষদ সচিব বদলীর আদেশ উপেক্ষা করে অবৈধ অর্থ আত্মসাতের লোভে দীর্ঘ ৮মাস নতুন স্থানে না গিয়ে পূর্বের স্থানে দায়িত্ব পালন করছেন। আর এর ভোগান্তির শিকার হচ্ছে ঐ তিন ইউনিয়নের সাধারণ মানুষ। গত ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বরিশাল জেলা প্রশাসক কর্তৃক উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর হোসেনকে জল¬া ইউনিয়ন পরিষদে, গুঠিয়া ইউনিয়ন পরিষদের সচিব বাসুদেব রায়কে শোলক ইউনিয়ন পরিষদে এবং জল¬া ইউনিয়ন পরিষদের সচিব সুশান্ত কুমারকে গুঠিয়া ইউনিয়ন পরিষদে বদলীর আদেশ প্রদান করেন। তারপর থেকে আজ পর্যন্ত কেউ নতুন বদলীকৃত জায়গায় উপস্থিত হননি। তবে মাসে একবার তিনজনই গোপন অভিসারে রাতের অন্ধকারে চুপি চুপি বদলীকৃত নতুন স্থানে কাগজপত্রে স্বাক্ষর করেন বলে জানা যায়। তিন ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদপত্রে সচিবদের যৌথ স্বাক্ষর প্রয়োজন হওয়ায় সঠিক সময়ে সনদপত্র হাতে পান না তারা। অনেক ভোগান্তির শিকার হতে হয়। এ ছাড়া ১%, এল.জি.এস.পি, নিজস্ব আর্থিক ব্যবস্থাপনার সকল কাগজপত্রে সচিবদের স্বাক্ষর প্রয়োজন। পূর্বের স্থানে দায়িত্ব পালন করার কারণে এসব কাজে বিঘœ সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে সচিব জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি পূর্বের স্থানের সচিব বলে স্বীকার করেন। এক পর্যায়ে বদলীর কথা স্বীকার করে ছেলেমেয়ের সমস্যার কারণে পূর্বের স্থানে থাকতে হচ্ছে বলে জানান। বাসুদেব রায় জানান, শারীরিক অসুস্থতার কারণে গুঠিয়ায় অবস্থান করছি। তবে মাঝে মধ্যে শোলকে গিয়ে স্বাক্ষর করে আসি। সুশান্ত কুমার বদলীর কথা সরাসরি স্বীকার করেননি। এ ব্যাপারে জল¬া ইউপি চেয়ারম্যান বিশ্বজিত হালদার নান্টু জানান, সরকারের নির্দেশ মোতাবেক যে সচিব আসবে তাতে আমাদের কোন সমস্যা নেই। গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন জানান, পুরাতন ফাইলপত্র গুছানোর জন্য তাদেরকে রাখা হয়েছে। গতমাসে জেলা প্রশাসক বরাবরে বদলীর আদেশ বাতিলের জন্য আবেদন করা হয়েছে। শোলক ইউপি চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির জানান, সাবেক স্থানে থাকতে তাদের একটু সুবিধা হয়। আপনারা বিষয়টি পত্রিকায় না দিলে ভাল হয়। বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (এডিসি জেনারেল) মোঃ জাকির হোসেন জানান, সরকারের নির্দেশ অমান্য করে নতুন বদলীকৃত স্থানে দায়িত্ব পালন না করে পূর্বের স্থানে দায়িত্ব পালন করা নিয়ম বহির্ভূত ও চরম অন্যায়। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 + fifteen =