ঢাকায় লেবুর শরবত পানে কিশোরের মৃত্যু

0
1214

পুরান ঢাকার বংশালে লেবুর শরবত পান করে কাজী শুভ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরিফ (১৩) ও ইয়ামিন (১৪) নামে আরও দুই কিশোর অসুস্থ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শুভ। অসুস্থ দুই কিশোরও সেখানে চিকিৎসাধীন।
বংশাল থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, তিন কিশোরের বাসা পুরান ঢাকার পুরাতন মোগলটুলী এলাকায়।
বৃহস্পতিবার শবেবরাতের রাতে বংশাল রায়সাহেব বাজার এলাকায় পরিচিত এক দোকান থেকে লেবুর শরবত খেয়ে বাসায় চলে যায় তারা।
শুক্রবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৪টার দিকে শুভকে মৃত ঘোষণা করেন। আরিফ ও ইয়ামিনের চিকিৎসা চলছে।
ওসি আরও জানান, লেবুর শরবতের সঙ্গে মিশিয়ে কিছু খাওয়ানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen + seventeen =