প্রত্যাবর্তন কবি শিখর চৌধুরী

0
1679

বঙ্গবন্ধু ন্বদেশ প্রত্রাবর্তন করলেন আকাশপথে
লন্ডন থেকে দিল্লী হয়ে নিজ বাসভূমিতে এলেন ‘রয়েল ব্রিটিশ’রথে।
তার সম্মানে একুশবার করা হলো তোপধ্বনি
চারিদিকে দেখি লাখো মানুষের আনন্দোল্লাসের খঞ্জনী।
সেদিন রেসকোর্স ময়দানে ছিলো লাখো মানুষের ঢেউ
আবেগে আপ্লুত হয়ে কথা বলছিলো না কেউ।
যখনই বিমান বন্দর থেকে নেতৃবৃন্দের সাথে মুজিব পৌছলেন ময়দানে
বাঙালি জাতি যেন মেতে উঠলো ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ জয় গানে।
রেসকোর্সে বঙ্গবন্ধুর আঁখি ছিলো অশ্রুজল
অন্তর-আবেগে বড় ভারী ছিলো তার পদতল।
সাত কোটি সন্তানেরে রেখেছো বাঙালি করে মানুষ করোনি বলেছিলেন বিশ্বকবি
তার জবাবে মুজিব বলেন, বাঙালি আজ ছিনিয়ে এনেছে স্বাধীনতার রবি।।
২৭ সেপ্টেম্বর, ২০১৪ ইং।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − 12 =