উজিরপুরে শিকারপুর ইউপি নির্বাচনে বহিরাগত সন্ত্রাসীদের তান্ডব প্রতিহত করতে ঐক্যবদ্ধ ভোটাররা, প্রতি ওয়ার্ডে কমিটি গঠন

0
1549

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে শিকারপুর ইউপি নির্বাচনে  বহিরাগত সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য প্রতি ওয়ার্ডে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করেছে সাধারণ ভোটাররা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে প্রশাসনের পাশাপাশি থেকে বহিরাগত সন্ত্রাসীদের মোকাবেলা করার ঘোষনা জনগণের। দীর্ঘ ১৪ বছর পরে শিকারপুর ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার পর থেকেই শুরু হয় সরকার দলীয় নেতাকর্মী ও বহিরাগতদের তান্ডব একের পর এক হামলা। এতে আহত হয় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী। ক্ষুব্ধ হয়ে ভোটাররা ঐক্যবদ্ধ হয়ে আগামী ২৩ মে নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের সপ্ন ভোট প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে বেছে নিতে প্রশাসনের পাশাপাশি থেকে বহিরাগত সন্ত্রাসীদের প্রতিহত করার অঙ্গীকার করে। জানা যায়, ইতিমধ্যে কতিপয় নেতা ৯টি ওয়ার্ডের একজন করে ইউপি সদস্য প্রার্থীর কাছ থেকে নির্বাচনে বিজয়ী করার চুক্তি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ  লক্ষ টাকা। এ নিয়ে ক্ষুব্দ অন্যান্য প্রার্থী ও ভোটাররা। ৫ নং ওয়ার্ডের ভোটার শাকিল মাহমুদ আউয়াল জানিয়েছে শিকারপুর ইউপি নির্বাচনে আমরা সকল ভোটাররা প্রশাসনের পাশাপাশি থেকে বহিরাগত সন্ত্রাসীদের মোকাবেলা করে সুষ্ঠু নর্বাচনের পরিবেশ তৈরি করা হবে। ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী সাংবাদিক নাজমূল হক মুন্না বলেন কালো টাকা ও বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোটারদের আতংকিত করছে। আমরা যে কোন মুল্যে এলাকাবাসীদের নিয়ে বহিরাগত সন্ত্রাসীদের প্রতিরোধ করব। ওই ইউনিয়নের একাধিক ভোটাররা জানান নির্বাচনে বহিরাগত সন্ত্রাসীদের প্রতিহত করতে গিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে জনগণ দায়ী হবেনা। উপজেলা নির্বাচন ও রিটানিং অফিসার জসিম উদ্দিন জানান অবাধ,সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =