কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় নির্বাহী কর্মকর্তা নেই আইনশৃঙ্খলার একেবারেই অবনতির মরভূমিকায় খাইখাই কম্পানির দায়িত্বে রৌমারী

0
1467

মাজহারুল ইসলাম রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি

রৌমারীতে রমজানের এই মাসে খাদ্যের     মূল্য কেন বারে এটাকি জানেন আন্তর্জাতিক বাজারের চেয়ে আমাদের রৌমারী ও রাজিবপুরে প্রসাশনের অভাবের জন্য। দুই উপজেলার আইনশৃঙ্খলার অবনতির কারনেই হাটবাজারে খাদ্য জাতীয় দুরবস্থার ছোবলের মুখে কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুরসহ দুই উপজেলার প্রায় ৪ লাখ মানুষ। রৌমারী প্রতিটি
হাটবাজারে সরেজমিনে সবজির কাঁচাবাজার  ঘুরে দেখা যায় ১ কেজি গরুর গুস্তর মূল্য ৫/থেকে ৮শ টাকা.  ১ কেজি খোলা  লবনের মূল্য ৩০ টাকা. আর একটু  ভালো মানের লবনের দাম ৫০/৬০ টাকা। অপরদিকে নিম্নমানের ১ কেজি পাংগাস ১৪০ টাকা থেকে শুরু করে ৭শ টাকা মূল্য বর্তমান মাছের রমজান মাসে এটি দাম।
তারপর এক কেজি আলুর দাম ২৫/৩০ টাকা. ১ কেজি ডালের মূল্য ৮০/১৫০ টাকা. ১ কেজি পেয়াজের মূল্য ৩০/৪০ টাকা. ১ কেজি রসুনের মূল্য ১শ/১২০ টাকা . ১ কাচা মরিচ  এর মূল্য ৪০/৫০ টাকা. ১ কেজি ভিন্ডি ঢেরস মূল্য ৩০/৪০
টাকা ১ কেজি পটলের দাম ৩/ ৪০ .
টাকা ১ কেজি বূটবটির মূল্য ৫০/৬০ .
টাকা ১ কেজি বেগুনের মূল্য ৫০/৬০.
টাকা ১ কেজি কছুর লতার মূল্য ৫০/৬০.
টাকা ১ কেজি বোর্ডের দাম ৯০/১২০.
টাকা ১ কেজি চালের মূল্য ৪২/১২০.
টাকা ১ কেজি ময়দার মূল্য ৩৫/৪০ .
টাকা ১ কেজি আপেলের দাম ১৫০/২শ.
টাকা ১ কেজি আংগুরের দাম ২৫০/৩শ.
টাকা ১ কেজি খেজুরের দাম ২৫০/৩০শ.
টাকা ১ কেজি ছোয়াবীন তৈল ৮০/১০০.
টাকা ১ কেজি সরিষার তৈলের দাম ১২০.
টাকা ১ কেজি জয়ী  নারিকেল দাম ৫৭০.
সারে তিনশত গ্রাম তৈলের দাম ২০০ টাকা হারে ৫৭০ টাকা প্রায় বর্তমানের নারিকেল তৈল এর বাজার দেখার কেউ নেই।
১টি গোসলের সাবান নিম্নমানের দাম ২৫/১২০ পর্যনত্ম দুষণ যক্ত খাবারের যেসব উপযোগী সেসবের  মাঝে ভেজাল আর ভেজাল। কিন্তু সেটি কোনোভাবেই বাজারে আইশৃংখলার নজরে না থাকায়   প্রতিটি  হাটে ভেজাল যুক্ত খাবার খেতে হচ্ছে প্রায় দুই উপজেলার ৪ লাখ মানুষকে। দুই উপজেলার সিনেটারী কর্মকর্তারা রাত পোহালেই বাজারে ঢুকেই পকেটে ভর্তি করে বাজারের অবৈধ বেবসায়ীদের টাকা  চাদাবাজি শেষে চুপচাপ করে গন্তব্য স্থানে টাকা গুনতে শুরু করে। সাধারণ পাবলিক জানে যে বাজারে সরকারের কর্মকর্তারা আইছিল অবশ্যই বাজারে পচাঁপয়জন নাই অথচ সেটি একদম ভুল হিসাব। তারপর রৌমারী  উপজেলা কর্মকর্তা ইউএনও নেই দির্ঘ্য দিন থেকেই উপজেলায় গেলে মনে হয় উপজেলাটি একেবারেই মরভুমির মতো হয় গেছে যার জন্য বাজার থেকে শুরু করে উপজেলার সবখানেই দূরনীতিতে ডুবে হাবুডুবু খাচ্ছে বর্তমান রৌমারীর চিত্র দেখার যেন কেউ নেই আইনশৃঙ্খলার একেবারেই অবনতির মাঝে ভেসে বেরাচ্ছেন বলে অনসন্ধান করে জানা গেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine − three =