ছাত্র ইউনিয়ন’র শহীদ শাহদাত দিবস পালন

0
1424

আজ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদ কর্তৃক শহীদ শাহদাত দিবস স্মরণে জেলা কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ্যানি সেনের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক গোলাম সরোয়ার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য নাহিদ আল মোস্তফা। সভায় বক্তারা শহীদ শাহদাত সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, ১৯৮৪ সালের ২৮ মে চট্টগ্রাম কলেজ ছাত্র ইউনিয়নের সোহরাওয়ার্দী ছাত্রাবাস শাখার কোষাধ্যক্ষ ছাত্রনেতা শাহদাত হোসেনকে ছাত্র শিবির কর্মীরা নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। হত্যাকান্ডের পরের দিন হত্যাকারী হারুন-উর-রশিদ সহ আরো ৪ জন সহযোগি গ্রেফতার হন। তৎকালীন স্বৈরশাসকের ছত্রছায়ায় বেড়ে ওঠা ঘাতক ছাত্র শিবির কর্মীরা ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকার করে ‘রাজনৈতিক মতাদর্শিক বিরোধ থেকেই তাঁকে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সঙ্গে তার সংগঠনের বড়ভাই তথা শিবিরের নেতাকর্মীরা জড়িত।’ হত্যাকারীর এমন দ্বিরুক্তিহীন স্বীকারোক্তির পরেও এখনও হত্যাকারীদের বিচার হয়নি। তাঁর আত্মদান জাতির অন্ধকার মোচনের আন্দোলনের একটি অংশ। তাই আজ সারা দেশব্যাপী যখন যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে আন্দোলন হয় তখন একইভাবে শহীদ শাহদাত হোসেনের হত্যাকান্ডের বিচারের দাবি আমাদের সামনে জোড়ালোভাবে উপস্থিত হয়। শহীদ শাহদাত দিবস পালন তাঁর হত্যার বিচার ও সকল যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আরও বেগবান করবে।
স্মরণ সভা শেষে ছাত্র ইউনিয়ন’র নেতাকর্মীরা চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 − 4 =