পুলিশের উপস্থিতে চলছে ধামরাইয়ে লটারীর নামে প্রতারনা : একটি চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

0
1348

ধামরাই (ঢাকা ) প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের ঐতিহ্যবাহী রথ মেলায়  পুলিশের উপস্থিতে চলছে লটারীর নামে জনগনের সাথে প্রতারনা   ।
জানাগেছে , গত ২৫ জুন থেকে ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথ মেলা উদ্বোধনের পর থেকে প্রকাশ্যে পুলিশের উপস্থিতে চলছে লটারীর নামে নানা রকম প্রতারনা ।   এ দিকে প্রশাসনের সহযোগীতায়  দৈনিক উল্লাস র‌্যাফেল ড্র নামে একটি চক্র লটারীর টিকিট  বিক্রি করে মেলা থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা অপর দিকে মেলায় আসা সাধরন জনগন লটারীর টিকিট ক্রয় করে হচ্ছে র্স্বশশান্ত ।  কয়েকজন সুবিধাভোগীর ব্যাক্তির শেল্টারে সিন্ডিকেট চক্রটি মোটরসাইকেল ,স্বর্নেরহার, ফ্রিজ , গাভী গরু ,মোবাইলের লোভ দেখিয়ে সাধার মানুষকে বোকা বানিয়ে লটারীর টিকিট বিক্রি করেই চলছে । প্রতিদিন ৬০ টি ভ্যান  অটো দিয়ে মাইক বাজিয়ে ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌরসভার ভিতর লটারীর টিকিট বিক্রি করেই চলছে । লটারী সিন্ডিকেটের  বিরুদ্বে কোন ব্যাক্তি  প্রতিবাদ করতে শাহস পাচ্ছে না  ভয়ে কারন তারা প্রভাবশালী ও স্থানীয় প্রশাসন রয়েছে তাদের পক্ষে। ্উল্লেখ্য থাকে যে গত ৩ জুল্ইা উল্টো রথ মেলায় জঙ্গী হামলার আশংকার কারন দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশে মেলা ৩ দিন বন্ধ থাকে । এদিকে উল্টো রথের পর থেকে  পুনরায় একটি সিন্ডিকেট চক্র প্রশাসনকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে অবৈধ এই লটারী কার্যক্রম চালাতে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে ।  এই অবৈধ লটারীর ব্যাপারে ধামরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউ এন ও ) আবুল কালামের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি । ্এলাকাবাসী দাবী অবিলম্বে ^ধামরাই থেকে অবৈধ লটারীর কার্যক্রম বন্ধের জন্য প্রশাসনের ্উর্ধত্বন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছে ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen + 11 =