উজিরপুরে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ-আতœসাতের অভিযোগ

0
526

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি,অনিয়ম ও অর্থআত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য এলপিআরে থাকা প্রধান শিক্ষক আইয়ুব আলি হাং বিভিন্ন খাতে অর্থআত্মসাত করেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল অভিযোগ করে বলেন টিআর, শিক্ষক নিয়োগসহ বিভিন্ন খাতে ১২ লক্ষ টাকা আত্মসাত করেছে। ৫ মে দায়ীত্বভার গ্রহন করে সাবেক প্রধান শিক্ষকের কাছে  বিভিন্ন খাতের হিসেব বুঝিয়ে দেওয়ার কথা বললে তিনি চড়াও হয়ে উঠে। এমনকি ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এ নিয়ে ৬ জুলাই স্কুল ম্যানেজিং কমিটি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে বিভিন্ন খাতের হিসেব চাওয়া হয় কিন্তু প্রভাবশালী সাবেক প্রধান শিক্ষক আইয়ুব আলি কর্নপাত না করে পরে হিসেব বুঝিয়ে দেওয়ার কথা বলে চলে যায়। এ নিয়ে স্কুলের শিক্ষক, ম্যানেজিংকমিটির সদস্য ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার ভয়ে মুখ খুলছে না এলাকবাসী। অভিযুক্ত শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে দন্ধ রয়েছে তাই আমাকে ফাঁসাতে এক শ্রেনীর লোক উঠে পরে লেগেছে। সাবেক প্রধান শিক্ষক আইয়ুব আলির বিরুদ্ধে অর্থআত্মসাতের বিচারের জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তার কাছে দাবী জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 + thirteen =