খালেদা জিয়া দেশে ফিরলেই গণতন্ত্রের ফয়সালা হবে : দুদু

0
1546

সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘প্রস্তুত হোন লন্ডন সফররত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলেই গণতন্ত্রের ফয়সালা হবে। বৃহস্পতিবার ২০ জুলাই’১৭ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত ‌‘দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে দখলদার সরকারের ব্যর্থতার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি দেন। শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের স্বাধীনতা, গণতন্ত্রকে রক্ষার জন্য এই জালিম সরকারকে হঠানো ছাড়া বিকল্প কোন পথ নেই। এই জালিম সরকার ক্ষমতায় থাকলে আল্লাহর নেয়ামতও আমরা পাবো কিনা সন্দেহ আছে। সেই জন্য সরকারকে বলি প্রস্তুত হোন খালেদা জিয়া দেশে ফিরলেই ফয়সালা হবে; জালিমরা ক্ষমতায় থাকবে নাকি গণতন্ত্রকামী মুক্তিযোদ্ধার সরকার আসবে।’ বিএনপির এই নেতা বলেন, ‘অবৈধ সরকার বানভাসী মানুষের পাশে দাঁড়াতে চায় না অন্যদের কেউ দাঁড়াতে দেয় না। তিন মাস আগে হাওড় অঞ্চলে ত্রাণ দিতে ব্যর্থ হয়েছে, পাহাড় ধ্বসের ঘটনায় বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা ত্রাণ দিতে গেলে তারা হামলা করেছে, তাদের শারীরিক ভাবে লাঞ্চিত করেছে। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বিএনপির নেতৃবৃন্দ জামালপুরে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গেছেন, জানি না তাদের কি অবস্থা হবে। আমরা পাশে দাঁড়াতে চাই, কিন্তু সরকার দিতে চায় না। ত্রাণমন্ত্রী উপহাস করছেন বিএনপি টাকা চাইলে তারা নাকি দেবেন, বদমায়েসিরও তো একটা শেষ আছে। আমরা বলছি- মানুষের পাশে দাঁড়াতে কিন্তু তারা দাঁড়াচ্ছে না।’

 

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘শেখ হাসিনার অপশাসনের কারণে দেশে আল্লাহর গজব নাজিল হয়েছে। দেশে শুধু খাদ্যের অভাব না, নীরব দুর্ভিক্ষ চলছে, সারা বিশ্ব এই সরকারের পাশে দাঁড়ায়নি, আমরা আগে দেখতাম দেশে বন্যা হলে প্রতিবেশি বন্ধু দেশগুলো পাশে এসে দাঁড়াতো কিন্তু এবার দাঁড়ায়নি অবৈধ সরকার বলে।’

 

আয়োজক সংগঠনের সহ-সভাপতি একে এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কবির মুরাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহ, কৃষকদলের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম,হাজী মোজাম্মেল হোসেন মিন্টু সওদাগর, মো: আলিম হোসেন, ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, শাহবাগ থানার সভাপতি এম. জাহাঙ্গীর আলম, কাফরুলে ইকবাল হোসেন সোহেল, রামপুরার আশরাফুল আসির ডল, কোতয়ালীর ইঞ্জি: মোফাজ্জল হোসেন হৃদয়, বংশালের আব্দুল রাজি, মুগদার হারুন শিকদার, কামরাঙ্গীর চরের কামাল হোসেন্, আমিনুল প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine − three =