চট্টগ্রামের বন্দরটিলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৪৮তম শাখার শুভ উদ্বোধন

0
701

চট্টগ্রামের বন্দরটিলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪৮ তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৪ জুলাই ২০১৭, সোমবার ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক আলহাজ্জ মোঃ আহমেদুল হক ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ সেলিম রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম ও চট্টগ্রাম জোনের প্রধান এসভিপি মোহাম্মদ আজম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবীব উল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মোঃ নাহিদ হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু বলেন, চট্টগ্রামের বন্দরটিলায় আজ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি শাখা উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তাই আমার উদাত্ত আহ্বান বন্দরটিলাবাসী যেন এখন থেকে ইসলামী ব্যাংকিংয়ের এ অনন্য সেবা গ্রহণ করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এরইমধ্যে তা প্রমানে সফল হয়েছে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহআল্লাহ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − 1 =