আগামী বছর ঢাকায় জলাবদ্ধতা থাকবে না: এলজিআরডি মন্ত্রী

0
1403

আগামী বছর থেকে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না বলে ওয়াদা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হো‌সেন।বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি প্রমিজ করছি, সামনের বছর থেকে আর এসব (জলাবদ্ধতা) দেখবেন না। কিছুদিনের মধ্যেই নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’
খন্দকার মোশাররফ বলেন, বৃষ্টির কারণে বর্তমান জলাবদ্ধতা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিটা আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি, কোন জায়গাতে আটকা পড়ছি। সে জায়গায় দ্রুত ব্যবস্থা নেব। তিনি বলেন, ‘জরিপ করে দেখেছি, ঢাকার ৪৬টি খালের মধ্যে ১৮টি সংস্কার করতে হবে। এগুলো অবশ্যই করতে হবে , ভারী বৃষ্টি হলেও যাতে তিন ঘণ্টার মধ্যে পানিনিষ্কাশন হয়, সে ব্যাপারে ওয়াসাকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 4 =