চিকিৎসকদের ভুল চিকিৎসায় এক প্রবাসীর মৃত্যু, থানায় মামলা এবং ৪ আসামী পলাতক

0
1805

নাজমুন নাহার অপরূপা ঃ
সম্প্রতি ছুটিতে আসা সৌদি আরব প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত রেহান উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪০) গত ২৮/০৭/২০১৭ইং তারিখ  গলায় টনসিলজনিত ব্যথা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের গ্রামীণ জেনারেল হাসপাতল ও ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি হন। ভর্তি হওয়ার পর তাকে হাসপাতালের নাক কান ও গলা রোগ চিকিৎসক ডাঃ মোঃ আসলাম হাজারীকে দেখানো হলে তিনি দ্রুত মতিউরের টনসিল অস্ত্রোপচারের (অপারেশন) পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী মতিউর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী ২৮/০৭/২০১৭ইং তারিখ মতিউরের টনসিল অস্ত্রোপচার শুরু করেন ডাঃ আসলাম হাজারী। এনেস্তেসিয়া দেন ডাঃ সারোয়ার। কিন্তু অপারেশনের সময় তার অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেন চিকিৎসক। এরপর মতিউরকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হলে তার মৃত্যু হয়। ভুল চিকিৎসার কারণেই মতিউরের মৃত্যুর অভিযোগ এনে উক্ত ক্লিনিকে হামলা চালিয়ে ভাংচুর করেন রোগীর স্বজনরা। ঘটনার পরপরই ডাঃ আসলাম হাজারী সহ ক্লিনিকের সকল স্টাফ গা ঢাকা দেন। এ ঘটনায় ২৯/০৭/২০১৭ইং তারিখ নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ডাঃ মোঃ আসলাম হাজারীকে ১নং, এনেস্তেসিয়া চিকিৎসক ডাঃ সারোয়ারকে ২নং ও ক্লিনিকের পরিচালক সেলিম মিয়াকে ৩নং এবং ক্লিনিকের পরিচালক হুমায়ুন মিয়াকে ৪নং আসামী করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দন্ডবিধির ৩০৪ক, ৩০৭, ৩২৬ ধারায় একটি মামলা দায়ের করেন যাহার নম্বর ৮৬। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নবীর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে ভুল চিকিৎসার অভিযোগ সঠিক কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

7 + six =