মাওলানা কেরামত আলী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
662

স্বাধীন বাংলাদেশ এর মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল মাওলানা কেরামত আলী কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর রংপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় বাকশিস এর সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের সরকারী অধ্যাপক বারেক আলী, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান নাসিমা ফেরদৌস ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মিসেস উম্মে লতিফা রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক নূর-ই আলম প্রমুখ। ১ম বর্ষের ছাত্র মিশকাত শরীফ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয় এবং ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন এইচ. এস.সি ১ম বর্ষের ছাত্র আতিক হাসান অনিক ও সমাজকর্ম (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী লাইলাতুন নাহার। বক্তাগণ বঙ্গবন্ধুর জীবন আদর্শ, দর্শন ও তাঁর গৌবরময় জীবন নিয়ে আলোচনা করেন এবং তাঁর ঘাতকদের দেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তি কার্যকর করার দাবী জানান। অনুষ্ঠান সঞ্চলন করেন প্রভাষক আহ্সান হাবীব। অত:পর টার্মিনাল আবু হুবায়রা (কঃ) মাদ্রাসার সুপার হাফেজ মোঃ সিরাজুল ইসলাম দোয়া পরিচালনা করেন এবং অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ ক্যাম্পাসে বিরল প্রজাতির বৃক্ষ রোপণ করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × one =