উজিরপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৬ জন আহত

0
389

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৬ জন আহত হয়েছে। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায় হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের সন্ত্রাসী নিপেন মজুমদার ও ভাই সুপেন মজুমদার মিলে পাশ্ববর্তী সুকুমার মজুমদারের মাছ চাষ করা পুকুরে ২১ আগষ্ট রাত ১০ টায় জোরপূর্বক মাছ ধরতে যায়। এতে সুকুমার বাধা দিলে পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসীদের সাথে যুক্ত হয় নিখিল, অনিল ও সমীর মজুমদার মিলে চাঁপাতি, রামদা, লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে সুকুমার মজুমদার, শেখর, সত্য ও আলো রানী মজুমদারকে আহত করে। গুরুতর আহত সুকুমার, শেখর ও সত্য মজুমদারকে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে নিজেদেরকে বাঁচাতে অমল ও সুপেন মুজমদারও উজিরপুর হাসপাতালে ভর্তি হয়েছে। সত্য মজুমদার জানান, আমাদের একটি মুদি দোকান রয়েছে, নিখিলেরও একটি মুদি দোকান রয়েছে। আমাদের দোকানে ভাল ব্যবসা হওয়ার কারণে তারা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের পুকুরে মাছ ধরতে গিয়ে হামলা চালিয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − seven =