উজিরপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে নারীর মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে মানবন্ধন

0
438

 উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে গুঠিয়া ইউনিয়নের আশোয়ার গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে দুই সন্তানের জননী নুপুর বেগম ব্যবসায়ী বজলু হাওলাদার সহোদর ভাই মিন্টু ও মোস্তফা হাওলাদারের বিরুদ্ধে কূ-প্রস্তাবের অপবাদ দিয়ে থানায় অভিযোগ দেয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বেলা ১২ টায় সোনাহার আমতলায় ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানবন্ধন করেছে। এসময় মানবন্ধনে দীর্ঘক্ষন দাড়িয়ে পরিবার ও এলাকাবাসী মিথ্যা অভিযোগ প্রত্যাহার  ও মামলাবাজ ঐ নারীর বিচারের দাবী জানান। উলে¬খ্য গত বুধবার রাতে নুপুর বেগমের সাথে শশুর দেলোয়ার হাওলাদারের পারিবারিক বিষয় নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। এরেই ধারাবাহিকতায় বৃহষ্পতিবার সকালে ক্ষিপ্ত হয়ে নুপুর বেগম(২৪), স্বামী রুবেল হাওলাদার(৩৫) মিলে শশুর দেলোয়ার হাওলাদার(৭০) এর উপর হামলা চালিয়ে গুরতর আহত করেছে। এসময় তার ডাকচিৎকারে  একই বাড়ীর বজলু, মিন্টু ও মোস্তফা এসে বাধা দিলে তাদেরকে বিভিন্ন হুমকী দেয়। এমনকি শশুর পুত্রবধুর নুপুরের বিচার চেয়ে ঐ দিন ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেন। মারধরের ঘটনা অন্যখাতে প্রবাহিত করার জন্য গৃহবধু পূর্ব শত্র“তা আদায়ের লক্ষে নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয় এবং বজলু, মিন্টু, মোস্তফাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে বৃহষ্পতিবার থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে এলাকার শত শত লোক সংবাদকর্মীদের জানিয়েছেন নুপুর বেগম এলাকায় বিভিন্ন কুকর্মের সাথে জড়িত। এমনকি এলাকায় বিভিন্ন লোকদের ধর্ষন ও নারী নির্যতন মামলা দেয়ার হুমকী দেয়। ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী মামলাবাজ নুপুরের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 + 6 =