খুমেক হাসপাতালে নারীসহ ২২ দালালের দণ্ড

0
623

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে র‌্যাব-৬ (সিপিসি-১ এর বিশেষ টিম) অভিযান চালিয়ে ২২ দালালকে আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের অধিকাংশই নারী। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন। সিপিসি-১ এর নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাম্প্রতিককালে দালালদের ব্যাপক দৌরাত্ম বেড়েছে। এরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে রোগী ভাগিয়ে নিয়ে যায়। এমন খবরের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০জন নারী ও দু’জন পুরুষ দালালকে আটক করা হয়। র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান আরও জানান, দূর দূরান্ত থেকে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিতে আসা অসহায় ও রোগিদের মিথ্যা তথ্য দিয়ে বাইরের বেসরকারি ক্লিনিকে নিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় দালালদের এ চক্রটি। হাসপাতালের আশপাশের ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের কর্মীরাই এ সব কাজ করে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + six =