মোবাইলে ৩ লাখ টাকার বেশী নয়

176
1475

অপরাধ বিচিত্রা ডেস্কঃ

মোবাইল ব্যাংক হিসাবে তিন লাখ টাকার বেশি রাখা যাবে না। আগামী বছরের শুরম্ন থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক সোমবার এক নির্দেশনায় এ সীমা বেঁধে দিয়েছে। এর বেশি পরিমাণ টাকা থাকলে তা ৩১ ডিসেম্বরের মধ্যে কমিয়ে আনতে বলা হয়েছে। এর ফলে যে কোনো মোবাইল ব্যাংক হিসাবে তিন লাখ টাকা পর্যন্ত্ম রাখা যাবে। বিকাশ, রকেট, ইউক্যাশ, এম ক্যাশসহ মোবাইল ব্যাংকিং সেবা দেয়া সব হিসাবেই গ্রাহকেরা এ পরিমাণ টাকা জমা রাখতে পারবেন। বর্তমানে গ্রাহকেরা প্রতি মাসে এক লাখ টাকা পর্যন্ত্ম জমা করতে পারেন। এ ছাড়া দৈনিক দুই দফায় সর্বোচ্চ ৩০ হাজার টাকা জমা করা যায়। অন্যদিকে মাসে ৫০ হাজার টাকা ও দৈনিক ১০ হাজার টাকা উত্তোলন করা যায়। বর্তমানে দেশে তিন কোটি সক্রিয় মোবাইল ব্যাংক হিসাব রয়েছে, তবে নিবন্ধিত গ্রাহক রয়েছে ৫ কোটির বেশি। গত অক্টোবরে এ হিসাবের মাধ্যমে ২১ হাজার ৫৪৯ কোটি টাকা লেনদেন হয়েছে। এদিকে মোবাইল ব্যাংকিং সেবায় এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে আন্ত্মঃসংযোগ সেবা আগামী জুনের মধ্যে চালু হবে। এর ফলে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে লেনদেন করতে পারবে। পাশাপাশি দ্রম্নতই সরকারের সামাজিক ভাতা মোবাইল ব্যাংক হিসাবে যাবে। তবে যে সব মোবাইল ব্যাংকের ব্যাংক হিসাব রয়েছে, তারাই কোর ব্যাংকিং সলু্যশন থেকে এ সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা গত ২৬ অক্টোবর এক গোলটেবিল বৈঠকে এ সব তথ্য জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen + 6 =