গভীর উদ্বেগ জাতিসংঘের ঃ রোহিঙ্গা ক্যাম্পে ব্যবহ্যত পানির ৬২ শতাংশ দূষিত

10
717

ডেস্ক রিপোর্ট ঃ
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত দূষণের উপাদান খুঁজে পাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৬২ শতাংশ নলকূপের পানি-ই- কলাইসহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কারণে দূষিত। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলছে। এ রোগীদের ৪২ শতাংশের বয়স পাঁচ বছরের কম। সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া না গেলেও খাদ্য সংকট ও পানি দূষণের কারণে ডায়রিয়ায় আক্রান্তের হার বাড়ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে না চলা, পানি পরিবহন ও সংরক্ষণে ময়লা ও নোংরা পাত্রের ব্যবহারের কারণেও ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেছে, বিভিন্ন ক্যাম্পে তাড়াহুড়ো করে স্থাপিত নলকূপগুলোর গভীরতাও বেশি নয়। অনেক ক্ষেত্রে স্থান নির্বাচনও যথাযথ হয়নি। একইসঙ্গে ব্যাকটেরিয়ার দূষণ এড়ানোর পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়নি। এসব নলকূপের পানিতে মানুষের পয়োঃবর্জ্য মিশছে, ই-কলাইয়ের উপস্থিতিই তার প্রমাণ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 + 7 =