আল্লামা শফীর নতুন তত্ত্ব! ইয়াহুদ আমাদেরকে ধ্বংস করার জন্য চাইতেছে মোবাইলিজম সৃষ্টি কইরা

0
551

অনলাইন রিপোর্ট ঃ
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘ইহুদিদের উৎপাদিত মোবাইলের কারণে সমাজে অস্থিরতা ব্যাপক হারে বেড়ে গেছে।’ এছাড়া মোবাইল ফোনের কারণে মানসিক অস্থিরতা, অশান্তি ও সন্তান ও স্বামীকে হত্যার মতো ঘটনা বেড়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। এসময় তিনি আরও বলেন, ‘এই মোবাইল ফোন আমাদের পুরো সমাজ ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আপনারা ছেলে-মেয়েকে মোবাইল ফোন থেকে দূরে রাখুন।’
শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দুদিনব্যাপী শানে রেসালাত সম্মেলনের শেষ দিনে সভাপতির বক্তব্যে একথা বলেন আহমদ শফী। হেফজতে ইসলাম বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।
তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম মুসলমানদের ঈমান-আকিদা ও তাহযিব-তামাদ্দুন সংরক্ষণের সর্বাত্মক ও আপসহীন ভূমিকা পালন করে যাচ্ছে। কোনও রাজনৈতিক লক্ষ্য হেফাজতের নেই। কারও সঙ্গে আমাদের রাজনৈতিক বন্ধুত্ব বা শত্রুতা নেই। কোনও নির্বাচনে হেফাজত কাউকে মনোনয়ন বা সমর্থন দেবে না। রাজনৈতিক ইস্যুর আড়ালে ইসলামকে টার্গেট করা হলে, সর্বস্তরের মুমিন-মুসলমান তথা নবীপ্রেমিক ও ইসলামপ্রিয় জনতাকে সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।’
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুনাইদ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আজিজুল হক, মাওলানা আ ফ ম খালেদ হোসেন, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মামুনুল হক, মাওলানা মুফতি মাহমুদ হাসান প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two + 18 =