গনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সরকার ধ্বংস করে দিচ্ছেঃ খালেদা জিয়া

0
662

অপরাধ বিচিত্রা প্রতিবেদক : সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ‘ধ্বংসস্তুপে পরিণত করেছে’ অভিযোগ করে এর বিরুদ্ধে ঐক‌্যবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে তিনি বলেন, ‘৫ জানুয়ারি একতরফা নির্বাচন করে জাতিকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দি করে মানুষের নাগরিক স্বাধীনতাকে বিপণ্ন করা হয়েছে। একদলীয় বাকশালী চেতনার দল আর আশির দশকের গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচার একত্রিত হয়ে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্রমান্বয়ে ধ্বংসস্তুপে  পরিণত করছে।’

 

সংবিধান থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব‌্যবস্থা বাদ দিয়ে ক্ষমতাসীনরা মানুষের মৌলিক অধিকার হরণ করে যাচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন বিএনপি প্রধান। গণতন্ত্রকে স্থায়ী রুপ দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।

৬ ডিসেম্বর জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন অভিহিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘১৯৯০ সালের এইদিনে দীর্ঘ ৯ বছরের অগ্নিঝরা আন্দোলনের পর পতন ঘটেছিল সামরিক স্বৈরশাসক এরশাদের। যে স্বৈরশাসক এরশাদ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে বন্দুকের নলের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করে সাংবিধানিক রাজনীতি স্তব্ধ করেছিল। যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুপাক্ষিক ও বহুদলীয়।’

তিনি বলেন, ‘স্বৈরাচারী এরশাদ একে একে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশকে করেছিল বাধাগ্রস্ত। এইদিনে ছাত্র-জনতার মিলিত সংগ্রামে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল আমাদের গণতন্ত্র।’

দেশের গণতন্ত্র বারবার হোচট খেলেও জনগণ সকল বাধাকে অতিক্রম করে এর পথচলাকে নির্বিঘ্ন করেছেন উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, ‘শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এখনো শঙ্কা মুক্ত নয়। নিষ্ঠুর কর্তৃত্ববাদী একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমশ ফুটে উঠছে বর্তমান শাসক গোষ্ঠীর আচরণে।’

বাণীতে খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের এইদিনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × three =