রবীন্দ্র সংগীতশিল্পী পূরবী মুখোপাধ্যায় আর নেই

0
604

রবীন্দ্রসংগীত জগতের আরেক নক্ষত্রের পতন হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রবীন্দ্র সংগীতের খ্যাতনামা শিল্পী পূরবী মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। রেখে গিয়েছেন একমাত্র কন্যাকে। বেশ কিছুদিন ধরেই তিনি

বার্ধক্যজনিত নানা রোগে শয্যাশায়ী ছিলেন। কয়েকদিন আগে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন। জানা গেছে, আমেরিকা প্রবাসী মেয়ে ফিরলে আগামী শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হবে। শান্তি নিকেতনে কিংবদন্তী শিল্পী দেবব্রত বিশ্বাসের কাছে সঙ্গীতের তালিম নিয়েছেন। একসময় কলকাতায় দেদব্রত বিশ্বাসের সঙ্গে নানা অনুষ্ঠানে নিয়মিত দ্বৈত সংগীত পরিবেশন করেছেন। রবীন্দ্র সংগীত জগতে তিনি বেশ সুনামও অর্জন করেছিলেন। বেরিয়েছে অনেক রেকর্ডও। আকাশবাণী ও দূরদর্শনের নিয়মিত শিল্পী ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 − eleven =