রিচার্ড পাইবাস বাংলাদেশের দলের কোচ হতে পারেন

0
984

মাশরাফি-সাকিবদের দায়িত্ব নিতে নতুন কোচের খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর কে হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ এ নিয়ে আলো্চনা ছিল সর্বত্র । এরমধ্যে বাংলাদেশ দলের কোচ হওয়ার আগ্রহ প্রকার করেছেন ইংলিশ বংশোদ্ভূত

রিচার্ড পাইবাস । মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ঢাকায় আসছেন । আগামীকাল বুধবার দুপুরে তার সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে । রিচার্ড পাইবাস বাংলাদেশে আসার খবর নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস । এর আগে ২০১২ সালের মে মাসে মাশরাফি-সাকিব-তামিমদের কোচ হিসেবে স্টুয়ার্ট লর স্থলাভিষিক্ত হয়েছিলেন পাইবাস । তবে ইংলিশ বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান কোচের সেই কোচিং সময়টি ছিল তিক্ততায় ভরা । সাড়ে চার মাসব্যাপী কোচিং অধ্যায় শেষে ফিরে গিয়েছিলেন তিনি । বিসিবির সঙ্গে বার্ষিক ৪৫ দিনের ছুটির শর্ত, অনুশীলনে খেলোয়াড়দের স্বাস্থ্যসম্মত খাবার না দেওয়ার অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে ঝামেলা হয় পাইবাসের । তবুও ফের কেন পাইবাসে ফিরে যেতে চাচ্ছে বিসিবি? আসলে বিদায়ী কোচ হাথুরুসিংহের বিকল্প হিসেবে ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের পাশাপাশি কঠোর এক কোচকে খুঁজছে বিসিবি । এ বিবেচনাতেই বিসিবির পছন্দের তালিকায় ওপরের দিকেই আছেন পাইবাস । তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য কোচদের যে সম্ভাব্য তালিকা আছে, সেটিতে আছেন ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাবেক কোচ ফিল সিমন্স এবং সাবেক অস্ট্রেলীয় খেলোয়াড়, কোচ ও নির্বাচক জিওফ মার্শ । তবে তাঁরা সাক্ষাৎকার দিতে আসবেন কি না, সেটি নিশ্চিত নয় ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × four =