ঝড়ের অপেক্ষায় আরেকটি গেইল

160
1108

টাইগার ক্রিকেট ভক্তদের হঠাৎ মন খারাপ করে দেয় বেরসিক বৃষ্টি। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ কি তাহলে হবে না?
এমন শঙ্কার পর ক্রিকেট রোমান্টিকদের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে সেই

প্রকৃতি-ই। থেমেছে ইলশে-গুড়ি বৃষ্টি। আকাশও মোটামুটি পরিষ্কার। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মিরপুরে আরেকটি গেইল ঝড়ের অপেক্ষা ফুরোলো ক্রিকেট ভক্তদের। প্রকৃতি আর বাধ না সাধলে যথাসময়েই শুরু হচ্ছে ম্যাচটি। প্রতিপক্ষকে দুমড়ে-মুষড়ে সবার আগে ফাইনালে নাম লেখায় ঢাকা ডায়নামাইটস। আগামীকালের সেই ফাইনালে আরেক দল কারা তা জানা যাবে আর কিছুক্ষণ পরেই। টুর্নামেন্ট জুড়ে প্রতাপ দেখিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কুমিল্লা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকার কাছে বিধ্বস্ত হয় ৯৫ রানে। বিবিএলের ইতিহাসে যা রানের ব্যবধানে তৃতীয় বৃহত্তম হার। আর চারে থেকে লিগ পর্ব শেষ করা রংপুর এলিমেনেটর ম্যাচে গেইলের ৫১ বলে ১২৬ রানের অবিশ্বাস্য ইনিংসে খুলনাকে শ্রেফ উড়িয়ে দেয় মাশরাফির দল। আত্মবিশ্বাসে তাই তামিমের কুমিল্লার চেয়ে মাশরাফির রংপুরই ঢের এগিয়ে। ৪২ ম্যাচের লিগ পর্বে দু’বার মুখোমুখি হয় কুমিল্লা ও রংপুর। দু’টি ম্যাচেই জয়ের স্বাদ পায় কুমিল্লা। আজকের ম্যাচটি তাই রংপুরের কাছে প্রতিশোধেরও। ঠিক যেভাবে কুমিল্লাকে প্রতিশোধ নিয়ে ফাইনালে নাম লেখায় ঢাকা। যথাসময়ে এই উত্তাপ শুরু হওয়ার সব প্রস্তুতি থাকলেও আবারো যদি প্রকৃতি বাধ সাধে সেক্ষেত্রে ম্যাচ হবে আগামীকাল, রিজার্ভ ডেতে। কালও যদি বৃষ্টির বাধায় ম্যাচ পণ্ড হয়ে যায় তাহলে বিপিএলের নিয়ম অনুযায়ী লিগ পর্বে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল উঠে যাবে ফাইনালে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 + fifteen =