দুঃসাহসী নাথান প্যারিসের আইফেল টাওয়ারের ওপর দড়িতে হাটলেন

0
706

নাথান পাওলিন দড়ির ওপর দিয়ে হাঁটেন। আর এ কাজটি মোটেই সহজ কাজ নয়। যারা এ কাজ করেন তাদের বিশেষ নৈপুণ্য থাকতে হয়। সম্প্রতি নাথান তার সে নৈপুণ্য প্রদর্শন করেছেন প্যারিসের একেবারে আইফেল

টাওয়ারে।

আরো পড়ুন : ভ্রমণ : দেখে আসুন আইফেল টাওয়ার ‘মেড ইন চায়না’

নাথানের সে দড়ির ওপর দিয়ে হাঁটা দেখতে বহু মানুষ আইফেল টাওয়ারে ভিড় করে। তিনি দড়ির ওপর দিয়ে হেঁটে ২১৯৮ ফুট অতিক্রম করেন। এটি নতুন এক বিশ্বরেকর্ড বলে জানা গেছে। প্যারিসের আইফেল টাওয়ারের সঙ্গে টরকেডেরো স্কয়ার পর্যন্ত টানটান দড়ি বাঁধা হয় নাথানের হাঁটা উপলক্ষে। এরপর তিনি সে দড়ির ওপর দিয়ে হেঁটে যান। এ সময় তিনি একেবারে বিপজ্জনক অবস্থায় ছিলেন না। তার দেহের সঙ্গে দড়ির একটি সংযোগ ছিল। ফলে শেষে যখন তিনি পড়ে যান তখন সেই দড়িতেই আটকে ঝুলে পড়েন। আর তখন উল্টো অবস্থাতেই জনতাকে অভিনন্দন জানান।

আরো পড়ুন : নেইমার এসেছে বলে আলোকসজ্জায় সাজল আইফেল টাওয়ার

২২ বছর বয়সী নাথানের আরো কিছু বিশ্বরেকর্ড রয়েছে।তার এবারের দড়ির ওপর দিয়ে হাঁটার ফলে কিছু অর্থ অর্জিত হয়েছে। সে অর্থ তিনি বিরল রোগের গবেষণায় দান করছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =