বিপিএলে রংপুর কুমিল্লা মুখোমুখি

1
810

বিপিএলের পঞ্চম আসরে ফাইনালে ওঠার লড়াইয়ে সন্ধ্যায় মাশরাফির রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।

কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকার কাছে হেরে গিয়েও গ্রুপ পর্বের শীর্ষে থেকে শেষ চারে ওঠার কারণে ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই পরাজয়ের বিষাদ ভুলে আপাতত তামিমের চোখ কোয়ালিফায়ার-২ এর দিকে। অন্যদিকে, ইলিমিনেটর রাউন্ডে গ্রিস গেইলের অপরাজিত ১২৬ রানের এক ইনিংসে গ্রুপ পর্বের অন্যতম সেরা দল খুলনা টাইটান্সকে উড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স : মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বী, আবদুর রাজ্জাক, ইবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম। বিদেশি: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, ডেভিড উইলি, অ্যাডাম লিথ, জনসন চার্লস, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা, কুশল পেরেরা, স্যাম হাইন, সামিউল্লাহ শেনোয়ারি, জহির খান। কুমিল্লা ভিক্টোরিয়ানস : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান। বিদেশি : শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান, ফখর জামান, জস বাটলার, কলিন মানরো, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমন মিরে, রুম্মন রাইস।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven − 5 =