চীনের জিনজিয়াংয়ে বিশাল তেলক্ষেত্র আবিস্কার

3
675

অনলাইন ডেস্ক : সম্প্রতি চীনে বিশাল একটি তেলক্ষেত্র আবিস্কৃত হয়েছে যেখানে ১২৪ কোটি (১.২৪ বিলিয়ন) টন বা ৮৮৫ কোটি ৭১.৫ লক্ষ ব্যারেল খনিজ তেলের মজুদ রয়েছে। চীনের ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন (CNPC) জিনজিয়াং প্রদেশের জুগার বেসিন অঞ্চলে এ তেলক্ষেত্রটির সন্ধান পেয়েছে।বর্তমানে চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উত্পাদনকারী দেশ এবং দিনকে দিন এখানে পেট্রোলিয়াম শিল্পের প্রভাব বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে ।

 

 

রাষ্ট্রীয তেল কোম্পানী পেট্রো চায়নার কর্মকর্তারা জানান, আবিস্কৃত তেলক্ষেত্র থেকে এখনই উত্তোলনের উপযোগী অপরিশোধিত তেল রয়েছে ৫২ কোটি টন বা ৩৭১ কোটি ৪৩ লক্ষ ব্যারেল।

পেট্রো চায়না জানায় ১০ বছর ধরে জুগার বেসিন অঞ্চলে পরিচালিত ভূত্বত্ত্বিক জরীপের পর এ তেলক্ষেত্রটির সন্ধান পাওয়া গেল।

বর্তমানে বর্তমানে চীনে ২,৫৬২ কোটি ব্যারেলে উত্তোলনযোগ্য খনিজ তেলের মজুদ রয়েছে যা পৃথিবীর মধ্যে ত্রায়োদশ বৃহত্তম।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × one =