না ফেরার দেশে চলে গেলেন নীরাজ ভোলা

0
574

বলিউডের জনপ্রিয় অভিনেতা, পরিচালক, ও চিত্রনাট্যকার নীরাজ ভোরা আর  নেই। গত এক বছর ধরেই কোমায় ছিলেন তিনি। বুধবার রাতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে মুম্বাইয়ের ক্রিতি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৪ বছর। ‘ফির হেরা ফেরি’ খ্যাত এ গুণী নির্মাতা দীর্ঘদিন ধরে

বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে।  শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা অক্ষয় কুমার, সুনিল শেঠি, পরেশ রাওয়ালসহ অনেকে। জানা গেছে নীরাজের স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। তাদের কোনো সন্তান নেই। পরিবারে কেউ না থাকায় ইন্ডাস্ট্রির কাছের বন্ধু প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার বাড়িই ছিল তার ঠিকানা। ‘কোম্পানি’, ‘মন’, ‘রঙ্গিলা’, ‘সত্য’, ‘পুকার’র মতো অসংখ্য ছবিতে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছিলেন নীরাজ ভোরা। শুধু তাই নয়, ‘হেরা ফেরি’, ‘রঙ্গিলা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’র চিত্রনাট্য এবং ‘ফির হেরা  ফেরি’র মতো সুপার হিট ছবির পরিচালনাও করেছেন তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 3 =