বাংলাদেশ ভয়াবহ সঙ্কটে ৪৭ বছর পর গণতন্ত্রের প্রশ্নে : মির্জা ফখরুল

0
451

বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লে‌ছেন, স্বাধীনতার ৪৭ বছর পর বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও গণতন্ত্রের প্রশ্নে ভয়াবহ সঙ্কটে পড়েছে। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র দেশ থেকে এখন হারিয়ে গেছে। ফলে স্বাধীনতাকে অর্থবহ করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ‌তি‌নি ব‌লেন, চলমান গণতা‌ন্ত্রিক আন্দোলন চল‌ছে। বেগম খা‌লেদা

জিয়ার নেতৃ‌ত্বে আমরা লড়াই সংগ্রাম ক‌রে যা‌চ্ছি। সেই লড়াই সংগ্রা‌মে আমরা সফল হ‌বোই। গণতন্ত্র চর্চা দেশকে আরো সামনের পথে এগিয়ে নিয়ে যাবে। বৃহস্প‌তিবার সকা‌লে মিরপুরস্থ শহীদ বু‌দ্ধিজীবী কবরস্থা‌নে ফু‌লেল শ্রদ্ধাঞ্জলি জানা‌তে গিয়ে সাংবাদিক‌দের তি‌নি এসব কথা ব‌লেন। ‌মির্জা ফখরুল ব‌লেন, আজ‌কের এইদি‌নে আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি দোসররা এদেশের শ্রেষ্ঠ সন্তানদের অত্যন্ত সুপ‌রিক‌ল্পিতভা‌বে হত্যা করেছিলো। সেই মেধাবী সন্তান‌দের আত্মত্যাগ অপূরণীয়। সেই আত্মত্যা‌গের জন্যই সমগ্র জা‌তি আজ তা‌দের শ্রদ্ধার সা‌থে স্মরণ করছে। কারণ শহীদ বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশ, যার আদর্শ হবে গণতন্ত্র। এ সময় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির কেন্দ্রীয় নেতা ড আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, ডা এ জেড এম জা‌হিদ হো‌সেন, ব্যা‌রিস্টার শাহজাহান ওমর, আমান উল্লাহ আমান, রুহুল ক‌বির রিজভী, খায়রুল ক‌বির খোকন প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × one =