খালেদার গাড়িবহরে বাধা দেয়া হয়েছেঃ ফখরুল

0
658

অপরাধ বিচিত্রা ডেস্কঃ মহান বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য যাওয়া এবং আসার পথে খালেদা জিয়ার গাড়িবহর বারবার আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

 

মহান বিজয় দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধে ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে কোন প্রতিবন্ধবতা সৃষ্টি হয়েছে কি না জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ পুরো প্রতিবন্ধকতা ছিল। সাভার স্মৃতিসৌধে যাওয়ার পথে প্রতিবন্ধকতা ছিল এবং আসার পথেও প্রতিবন্ধকতা ছিল। বাররার দেশনেত্রীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর আটকে দেওয়া হয়েছে। আমরা যাতে আসতে শহীদ জিয়ার সমাধিতে আসতে না পারি এবং সাভার স্মৃতিসৌধে যেতে না পারি তার ব্যবস্থা করা হয়েছিল।

 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বরাবরই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। ৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত আমরা আন্দোলন করেছি। ওই সময় দেশনেত্রী আপোসহীন নেতৃত্ব দিয়েছিল বলেই আমরা গণতন্ত্র ফিরিয়ে পেয়েছিলাম। পরবর্তিতে ১/১১ অবৈধ সরকারের সময়ও দেশনেত্রী দৃঢতার জন্য কিছুটা হলেও আমরা গণতন্ত্র ফিরিয়ে পেয়েছিলাম। বর্তমান সরকার ২০০৮ সালে ক্ষমতার আসার পরেই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছে। আর আজকে সেটা পাকাপোক্তও করেছে। আমরা গণতান্ত্রিক লড়াই-সংগ্রাম করছি- বলেন মির্জা ফখরুল।

 

বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাদের চায়। তারা ‘আওয়ামী লীগ’ যদি ক্ষমতা থেকে সরে যায় এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয় তাহলে জনগণ প্রমাণ করবে তারা কাকে চায়। আর জনগণ যে রায় দেবে তা আমরা মাথা পেতে নেবো।

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 + 17 =