কোহলি পারেন; মুশফিক পারেননি

288
2294

মিডিয়ায় কথা বলার মাশুল হিসেবে টেস্ট অধিনায়কত্বটাই চলে গেল আমাদের মুশফিকুর রহিমের। সাংবাদিকদের সামনে তার ক্ষোভের বিস্ফোরণ ভালোভাবে নেয়নি বিসিবি। সম্প্রতি মুশফিক আবারও গণমাধ্যমের কাছে ক্ষোভের সঙ্গেই বলেছেন, তিনি নাকি মিডিয়া সামলানোর কোর্স করছেন! মি. ডিপেন্ডেবলের ঠিক বিপরীত অবস্থানে আছেন ভারত অধিনায়ক বিরাট

কোহলি। সুদূর ইতালিতে সদ্য বিবাহিত জীবন শুরু করেছেন বিরাট কোহলি আর আনুশকা শর্মা। এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা। তবে ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তাকেই অধিনায়ক হিসেবে দেখ যেতে পারে বলে জানা গেছে। কিন্তু তার নতুন জীবন ক্যারিয়ারকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে না তো? ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী অবশ্য এসবে বিশ্বাস করেন না। তিনি বললেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে কোহলি খুব ভালো পারফরম্যান্স করছে। ওর খেলা অনেক পরিণত হয়ে উঠেছে। এখন ওর বয়স ২৯ বছর। আমার মনে হয় আরও ৭-৮ বছর ও অনায়াসেই খেলা চালিয়ে যেতে পারবে। ততদিন সে নেতৃত্বও দিতে পারবে। ‘ এরপরেই শাস্ত্রী কোহলির ম্যাচিউরিটি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, ‘যেভাবে কোহলি মিডিয়াকে সামলায় তা প্রশংসনীয়। ওর বিয়ে নিয়ে সারা দেশে অনেক আলোচনার জন্ম হয়েছে। ও যেখানে যায় সেখানেই মিডিয়া ওকে ধাওয়া করে। কিন্তু ও এই ব্যাপারগুলো নিয়ে কখনই উত্তেজিত হয়ে ওভার রিঅ্যাক্ট করে না। ‘ কোহলির মিডিয়া সামলানো নিয়ে অনেক প্রশংসাই শোনা গেছে আগে। মিডিয়ার সামনে তিনি যেমন সংযত, তেমনি আবার সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফর্ম নিয়ে কেউ কটু কথা বললে তাকে রাগে গর্জে উঠতে দেখা গেছে। মিডিয়াকে ফাঁকি দিয়ে বিয়েটাও করে ফেলেছেন। এবার প্রধান কোচের মুখে এমন প্রশংসা শোনাটা নিশ্চয়ই তার জন্য বিশেষ কিছু।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

six + eighteen =