পুলিশ-বিএনপি সংঘর্ষ হাইকোর্টের সামনে

0
598

রাজধানীর হাইকোর্ট মাজার গেটের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান ঢাকার বকশীবাজারের আদালতে হাজিরা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর মাজারের সামনে আসলে হাইকোর্টে অবস্থান করা দলের নেতাকর্মীরা বের

হতে চান। এ সময় পুলিশ তাদের বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ লাঠি চার্জ করে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার বেলা ১১টা ৭মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর আদালত প্রাঙ্গণে পৌঁছায়। পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন হয়।বিকেল ৪টায় পুরান ঢাকার বকশীবাজার আদালত থেকে গুলশানের বাসভবন থেকে রওনা করেন বেগম জিয়া।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four + eighteen =