নিহত ১৩ কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে

0
763

সড়ক দুর্ঘটনায় বিভিন্নস্থানে নিহত হয়েছেন ১৩ জন। এর মধ্যে নওগাঁর সান্তাহারে মোটরসাইকেল আরোহী, সিরাজগঞ্জের সলঙ্গায় স্বামী ও স্ত্রী, বগুড়ার আদমদীঘিতে একজন চালক, চট্টগ্রামের সীতাকুন্ডে এক সিএনজিচালক এবং কক্সবাজারের চকরিয়ায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।

এছাড়া রাজশাহীর গোদাগাড়ীতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।   : সলঙ্গা : সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের সলঙ্গার দবিরগঞ্জে দেশ ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৭ যাত্রী আহত হয়েছেন। আহতদের উল্লাপাড়ার সাখোয়াত মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। : গতকাল সোমবার ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের উল্লাপাড়া উপজেলাধীন সলঙ্গা থানার দবিরগঞ্জে এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুস সাত্তার (৭৫) ও তার স্ত্রী মালেকা বেগম (৬৫)। : হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাতে দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচে আব্দুস সাত্তার তার স্ত্রীকে নিয়ে ওমরা হজ পালনের জন্য রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলেন। সোমবার ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত ও আরো অন্তত ৭ যাত্রী আহত হন। আহতদের উল্লাপাড়ার সাখোয়াত  মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে। : নওগাঁ : নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালক উপজেলার রাইপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে। : জানা যায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে সাপাহার বাজার হতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মাসুদ রানা (২৮) মামুনুর রশিদ নামে এক যাত্রীকে তার মোটরসাইকেলে নিয়ে বাসায় পৌঁছে দেয়ার উদ্দেশে রওনা হন। রাস্তায় তারা নিশ্চিন্তপুর মোড়ের কাছে পৌঁছালে মোড়ের বাঁক ঘোরার সময় অসাবধানতাবশত মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই চালক মাসুদ রানা মারা যান। এ সময় উপজেলার বিন্ন্যাকুড়ী মাছিয়াডাঙ্গা গ্রামের খায়রুল হকের ছেলে যাত্রী মামুনুর রশিদ ছিটকে পড়ে তার একটি হাত ভেঙে যায়। রাতেই আহত মামুনুর রশিদকে সাপাহার হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সংবাদ পেয়ে মৃত মাসুদ রানার লোকজন রাতেই তার লাশ ঘটনাস্থল হতে নিয়ে গিয়ে দাফনকার্য সমাপ্ত করেন। : আদমদীঘি : আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘিতে ভ্যান উল্টে গিয়ে গুরুতর আঘাত পেয়ে মাসুদ আলী (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালক আদমদীঘির শালগ্রাম দীঘিরপাড়ার সরোয়ার্দির ছেলে।   : প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার আদমদীঘির শালগ্রামের রাস্তায় গতকাল সোমবার দুপুর আড়াইটায় ভ্যানচালক মাসুদ বাড়ি থেকে একা একা ভ্যান নিয়ে আসছিলেন। পথিমধ্যে ভ্যান উল্টে গিয়ে তিনি মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। : সীতাকুন্ড : সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সীতাকুন্ডে নিয়ন্ত্রণহীন লরি চাপায় মো. ফরিদ আহাম্মদ লেদু (৬৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। এতে পথচারী ও ব্যবসায়ীসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া এলাকার শহিদুল্লা মেম্বার বাড়ির মো. ইয়াছিন আহাম্মদের ছেলে। : প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী পণ্যবাহী লরি মহাসড়কের ফকিরহাট এলাকা অতিক্রমকালে বিকট শব্দে লরির চাকা ফেটে যায়। এতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লেদুকে চাপা দেয় এবং মহাসড়কের পাশের যাত্রী ছাউনিসহ ৫টি দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়। এতে লরি চাপায় ঘটনাস্থলেই সিএনজিচালক লেদুর মৃত্যু হয় এবং পথচারী ও ব্যবসায়ীসহ ৬ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর নিহত সিএনজিচালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর এবং আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। : চকরিয়া : চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাংয়ের ভান্ডারিয়ার ডেপা এলাকায় মাইক্রোবাস ও মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। : নিহতরা হলেনÑ চট্টগ্রামের চান্দগাঁও এলাকার আলামিয়া সওদাগর বাড়ির ইদ্রিস আলির ছেলে আরমান হোসেন (৩৮) ও মাইক্রোবাসের চালক চকরিয়া উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীরখিল এলাকার মৃত বারেক হোসেনের ছেলে সাহেদুল ইসলাম পাপ্পু (৩৫)। : আহতরা হলেনÑ মো. শাহাজাহান (৪০), শওকত আকবর (৪০) ও জুয়েল দাশগুপ্ত (৪৫)। তন্মধ্যে জুয়েল দাশগুপ্তের অবস্থা আশঙ্কাজনক। এরা সবাই মোস্তাফা গ্রুপের কর্মকর্তা-কর্মচারী বলে জানা গেছে। : চিরিংগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট নূরে আলম পলাশ বলেন, গত রবিবার রাতে মোস্তাফা গ্রুপের লোকজন চকরিয়ার হারবাংয়ের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসে। সোমবার ভোররাতে অনুষ্ঠান শেষে চট্টগ্রাম ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটির সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত তিনজনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। : তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। : গোদাগাড়ী : গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান,  রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘাতক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। নিহত হাসিবুল ইসলাম (১১) সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র। সে উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আবদুল হাকিমের ছেলে। : সোমবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সুলতানগঞ্জ গাঙ্গোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই হাসিবুলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। : এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাসিবুল বাইসাইকেলে চড়ে চাচার বাড়ি যাচ্ছিল। পথে বাইসাইকেলের চেইন পড়ে যায়। এ সময় মহাসড়কের পাশে বাইসাইকেল দাঁড় করিয়ে সে চেইন তুলছিল। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা রাজশাহীগামী একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। : গোদাগাড়ী  মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, হাসিবুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককেও আটক করা হয়েছে। :

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − 6 =