ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই জন নিহত

5
743

যশোরের একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ৭টি ট্রাক ও কাভার্ডভ্যান পুড়ে গেছে। যশোর-মাগুরা মহাসড়কের উপশহর এলাকার সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। যশোর

কোতোয়ালী থানার ওসি একেএম আজমল হুদা গণমাধ্যমকে বলেন, গ্যারেজের ভস্মীভূত কাভার্ডভ্যানের নিচ থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নিহতরা ওই গ্যারেজের শ্রমিক। যশোর সদর হাসপাতাল সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় আহত যশোর সদর উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামের শফিয়ার রহমানের ছেলে কাভার্ডভ্যানের সুপারভাইজার কবির হোসেন, একই উপজেলার রাহেলাপুরের আলম হোসেনের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি আশরাফুর রহমানসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক আব্দুর রশিদ জানান, কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে বেনাপোল থেকে আসা ক্যামিকেলভর্তি একটি কাভার্ডভ্যান ঝালাই করা হচ্ছিল স্থানীয় বিপুলের গ্যারেজে। এ সময় আগুনের ফুলকি ছুটে কাভার্ডভ্যানটিতে আগুন লাগে। দ্রুত তা অন্য গাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে। ওই গ্যারেজে থাকা অন্তত ৭টি ট্রাক ও কাভার্ডভ্যান পুড়ে গেছে। যশোর ফায়ার সার্ভিস সুত্র জানিয়েছে,ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যশোর, ঝিকরগাছা, মনিরামপুর ও অভয়নগরের ফায়ার স্টেশনগুলোও অগ্নিনির্বাপণের কাজে অংশ নেয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 + fourteen =