মা ও শিশু দ্বগ্ধ সিলিন্ডার বিস্ফোরণে

0
577

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার গরিবউল্লাহ শাহ হাউজিং সোসাইটির একটি বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও তার দুই শিশু সন্তান দ্বগ্ধ হয়েছেন। আজ বৃহ¯পতিবার দুপুর দেড়টার দিকে গুরুতর আহতবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের

বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। দ্বগ্ধরা হলেন-মেহেদী হাসানের স্ত্রী তানজিরা আকতার (৩৫), মেয়ে তানজিনা আকতার (১৩) ও ছেলে তানজিব হাসান (৮)।
এসআই জহিরুল ইসলাম জানান, গরিবউল্লাহ শাহ হাউজিং সোসাইটির গোলাম মহিউদ্দিন বাবুলের ভাড়া বাসায় দুপুর ১ টার রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। স্থানীয় লোকজন ছুটে গিয়ে মা ও দুই শিশু সন্তানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে।  এ সময় তাদের হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। ৩ জনের মধ্যে শিশু তানজিরার অবস্থা আশংকাজনক। তার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন বার্ণ ইউনিটের চিকিৎসক জাহাঙ্গীর আলম চৌধুরী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 − six =