নিহত ২ রাজধানীতে দুর্ঘটনায়

4
897

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে ধানমণ্ডিতে প্রাইভেটকার চাপায় আবুল কালাম (৫৫) নামের এক রিকশাচালক এবং সূত্রাপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আনোয়ার হোসেন (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল

কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা হয়েছে। নিহত আবুল কালামের আত্মীয় জয়নাল খান হাসপাতালে জানান, রায়েরবাজার সাদেক খান রোডের ৫২/২ নম্বর বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন কালাম। তিনি রিকশা চালাতেন। সকালে রিকশা নিয়ে আবুল কালাম বাসা থেকে বের হন। ধানমণ্ডি ১৯ নম্বর মধুবাজার শাপলা ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশের দেওয়ালের ওপর ছিটকে পড়েন। গুরুতর আহত আবস্থায়  তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, সকালে সূত্রাপুরের বড় মসজিদের পাশে নাভানা কোম্পানির একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ছয় তলায় পানি দিয়ে দেয়াল ভেজানোর কাজ করছিলেন আনোয়ার। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকেও হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + fifteen =