প্রধানমন্ত্রী ছয় লেনের ফ্লাইওভার উদ্বোধন করলেন

0
648

ফেনী শহরের মহিপালে দেশের প্রথম ও একমাত্র ছয় লেনের ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফ্লাইওভার উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নোয়াখালীর উপকূলীয়

এলাকায় বাঁধ নির্মাণ করা হবে। এসব প্রকল্পের উন্নয়নের পাশাপাশি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নও হবে। বাস্তবায়ন করা হবে নদী ড্রেজিংসহ খাল খনন কর্মসূচি। ২০২১ সালে এসব প্রকল্প বাস্তবায়িত হবে। তবে এর আগেই আমরা প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করবো। তিনি বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে যাদের জমি অধিগ্রহণ করা হবে তাদের তিনগুণ অর্থ পরিশোধ করা হবে। পাশাপাশি এলাকায় কর্মসংস্থানেরও সুযোগ হবে| প্রসঙ্গত, ২০১৫ সালের ১ এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয়। মূল দৈর্ঘ্য ৬৬০ মিটার, প্রস্থ ২৪ দশমিক ৬২ মিটার, সার্ভিস রোডের দৈর্ঘ্য এক হাজার ৩৭০ মিটার, সার্ভিস রোডের প্রস্থ ৭ দশমিক ৫ মিটার, সংযোগ সড়কের দৈর্ঘ্য ১ হাজার ১৬০ মিটার, ১১টি স্প্যান, ফুটপাথের দৈর্ঘ্য ২ হাজার ২১০ মিটার, পিসি গার্ডার ১৩২টি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 + eleven =