ভারতে ফতোয়া জারি,চিংড়ি খাওয়া ইসলামে হারাম

0
985

ইসলামে চিংড়ি মাছ খাওয়া হারাম বা নিষিদ্ধ বলে ফতোয়া জারি করেছে ভারতের হায়দারাবাদের এক ইসলামিক সংগঠন। সেমিনারি জামিয়া নিজামিয়া নামের ওই সংগঠনটি বলেছে, মুসলিমদের চিংড়ি খাওয়ার অনুমতি নেই। এটি হারাম। গত ১ জানুয়ারি ওই ইসলামিক ইউনিভার্সিটির

প্রধান মুফতি মুহাম্মদ আজিমুদ্দিন এই ফতোয়া জারি করেন। যদিও জামিয়া নিজামিয়ার এই ফতোয়ার বিরোধিতা করেছেন বহু মুসলিম ধর্মগুরুও। ফতোয়ায় বলা হয়েছে, চিংড়ি কোনও মাছ নয়। এটি আসলে ‘অর্থোপড’ অর্থা‍ত পোকা-মাকড় প্রজাতির। তাই চিংড়িকে ইসলামে নিষিদ্ধ ‘মাকরুহে তাহরিমা’-এর আওতায় ফেলেছেন মুফতি মুহাম্মদ আজিমুদ্দিন। অর্থাত এই ধরনের খাবারকে ইসলাম ভাল চোখে দেখে না। ইসলামে তিন ধরনের খাবার রয়েছে, হালাল অর্থাত যা বৈধ, হারাম অর্থাত যা নিষিদ্ধ এবং মাকরু অর্থাত যা খারাপ বা ঘৃণ্য। মাকরুর অধীনে থাকা খাবারকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি ভাগ হল মাকরু অর্থাত যে খাবার খারাপ তবে খাওয়া যেতে পারে। আর একটি হল ‘মাকরুহে তাহরিমা’, যা জঘন্য এবং খাওয়া উচিত নয় । চিংড়ি সেই ‘মাকরুহে তাহরিমা’-এর আওতায় পড়ে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × three =