আদালত উত্তাপ খালেদার হাজিরাকে ঘিরে

0
523

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেরিতে আদালতে উপস্থিত হওয়ায় তার আইনজীবীদের ভর্ৎসনা করেছেন বিচারক। একই সঙ্গে আগামীকাল সকাল ১০টার মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ দেন আদালত। আজ বিকাল

৪টা পর্যন্ত খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক চলবে। বুধবার বেলা ১২টার দিকে খালেদা জিয়ার যুক্তিতর্ক শুনানির সময় এ আদেশ দেন বকশীবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। এর আগে বেলা ১১টা ৫৩ মিনিটে আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। শুরুতেই আদালত বলেন, আদালত বসার সময় সকাল ৯টা ৩০ মিনিট। কিন্তু আপনারা ১২টায় এলেন, এভাবে চলতে পারে না। আগামীকাল থেকে ১০টায় হাজির হবেন। আপনারা আগে সাড়ে ১০টায় আসতেন, ১১টায় আসতেন, মেনে নিয়ে বসতাম। কিন্তু ১২টায় আদালতে এলেন, এটা হতে পারে না। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অন্য মামলায় অংশ নেয়ার কথা বলেন। জবাবে আদালত বলেন, আপনারা আইনজীবীরা তো ১০টায় এলেন, আমিও এলাম। কিন্তু ১২টায় শুনানি করতে হলো। এসময় খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলীকে উদ্দেশ করে বিচারক বলেন, আপনি বিরতির আগে আপনার যুক্তিতর্ক শেষ করবেন। আজ নবম দিনের যুক্তিতর্কের মধ্যে আপনিই পাঁচ দিন চালাচ্ছেন। খন্দকার মাহবুব একদিন, আবদুর রেজাক খান দুদিন বললেন। আর কত দিন বলবেন? প্রসিকিউশন তো মাত্র একদিন বলল। বিচারকের এ বক্তব্য শুনে খালেদা জিয়ার অন্য আইনজীবীরা হৈ চৈ শুরু করেন। এসময় খালেদা জিয়া এজলাসের সামনে চেয়ারে বসা ছিলেন। এসময় ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, এটাতো মার্শাল কোর্টের চেয়েও খারাপ নজির। ওয়ান-ইলেভেন ক্যাঙ্গারু কোর্টে এমনভাবে সময় বেঁধে দেয়নি। এক পর্যায়ে এ জে মোহাম্মদ আলী বলেন, বিজ্ঞ আদালত, আপনি আমাকে শুনানি করার জন্য আটকিয়ে দিতে পারেন না, সময় বেঁধে দিতে পারেন না। আসামিকে বলার সুযোগ করে দিতে হবে। এসময় হৈচৈ চলার মধ্যে বিচারক শুনানি মুলতবির কথা বলেন।  এসময় খালেদা জিয়ার প্রধান আইনজীবী আবদুর রেজাক খান আদালতে এক মিনিট কথা বলার সুযোগ চান। পরে আবদুর রেজাক খান বলেন, ‘এ মামলায় মূল কথা তিনটি। খালেদা জিয়া আ্যকাউন্ট খুলেছেন কি না? টাকা উত্তোলন করেছেন কি না? ব্যয় করেছেন কি না? তাহলে প্রসিকিউটর কি এসব প্রমাণ করতে পেরেছেন? আমি মনে করি, পারেননি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen − 9 =